দীপাবলির আগে মুলতানি মাটিতেই জব্দ ব্রণ, ত্বকে ফিরুক হারানো জেল্লা
Multani is acne on the ground, let the lost district return to the skin

Truth of Bengal, মৌ বসু: সামনেই আলোর উৎসব দীপাবলি। এসময় পরপর উৎসব, আনন্দ, অনুষ্ঠান চলবে। সকলেই চায় উৎসবের সময় যাতে ত্বকেরও স্বাভাবিক ঔজ্জ্বল্য ও জেল্লা বজায় থাকে। কিন্তু ইদানীং দেখছেন, মুখ অতিরিক্ত তৈলাক্ত হয়ে গেছে। সব সময়ই যেন মুখ থেকে তেল গড়াচ্ছে। ব্রণর সমস্যাতেও নাজেহাল।
আপনি হাত বাড়াতে পারেন ত্বকের বন্ধু মুলতানি মাটির দিকে। ইংরেজিতে মুলতানি মাটিকে বলা হয় Fuller’s Earth। প্রাকৃতিক এই সৌন্দর্যের উপাদান শতাব্দীর পর শতাব্দী ধরে ত্বকের পরিচর্যায় ব্যবহার হয়ে আসছে। ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে মুলতানি মাটি।
তৈলাক্ত ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য বজায় রাখে। অতিরিক্ত তৈলাক্ত ভাব শুষে নেয়। ব্রণর সমস্যা দূর করে। মুলতানি মাটি ত্বকের ভেতরে গিয়ে পরিষ্কার করে। ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সিলিকা, লোহা সমৃদ্ধ মুলতানি মাটি ত্বকের লালচে ভাব, চুলকানি দূর করে। ত্বকের জ্বালা জ্বালা ভাব কমায়।
কী কী উপকার করে মুলতানি মাটি
১) ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব শুষে নেয় মুলতানি মাটি। ত্বকের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখে।
২) অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ থাকে মুলতানি মাটিতে। ত্বকের ছিদ্র খুলে দেয়। ত্বক ভেতর থেকে পরিষ্কার করে ব্রণর সমস্যা দূর করে।
৩) ত্বকের দাগছোপ দূর করে। স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।
৪) ভেতর থেকে ত্বক পরিষ্কার করে মুলতানি মাটি। ত্বকের মরা কোষ দূর করে।
কখন মুলতানি মাটি ব্যবহার করা বিপজ্জনক
মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব শুষে নেয়। তাই শুষ্ক ত্বক হলে মুলতানি মাটি বেশি ব্যবহার করবেন না। ত্বক আরও শুষ্ক হয়ে যাবে। ত্বক ফেটে যেতে পারে। মুলতানি মাটি ব্যবহার করলে স্পর্শকাতর ত্বকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। বেশি চুলকানি হতে পারে। দীর্ঘ সময় ধরে একটানা অতিরিক্ত মুলতানি মাটি ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়।
মুলতানি মাটি ব্যবহার করার সময় কী কী বিষয় মাথায় রাখবেন
তৈলাক্ত ত্বকে মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। শুষ্ক ত্বকে দুধ বা মধু মিশিয়ে নিন মুলতানি মাটির সঙ্গে। মুলতানি মাটি লাগানোর আগে মুখ ভালো করে পরিষ্কার করে নেবেন। ১৫-২০ মিনিট মুলতানি মাটির প্যাক লাগিয়ে রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন মুখ। সপ্তাহে ১-২ বারের বেশি মুলতানি মাটি লাগাবেন না।