গরমেও শীতকালের মতো ঠোঁট শুকনো হয়ে ফাটছে? যত্ন নেবেন কিভাবে? জেনেনিন টিপস
Lips dry and cracked like winter in summer?

The Truth of Bengal,Mou Basu: শীতকালে শুষ্ক আবহাওয়ায় অনেকেরই ঠোঁট ফাটে। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকেরই এই প্রবল গরমেও ঠোঁট ফেটে যাচ্ছে।
কেন গরম ঠোঁট ফাটছে?
ঠোঁট অত্যাধিক শুকনো ও শুষ্ক হয়ে গেলেই ফেটে যায়। গরমে জলশূন্যতা দেখা দিলে এই সমস্যা হয়। শরীরে ডিহাইড্রেশন বা জলশূন্যতা দেখা দিলে ফ্লুইডের ঘাটতি দেখা যায়। এর প্রথম প্রভাব পড়ে ঠোঁটের ওপর। ঠোঁট শুকনো হয়ে যায়।
এছাড়াও ঠোঁটের ত্বক অত্যন্ত নরম ও স্পর্শকাতর হয়ে থাকে। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবেও ঠোঁট ফাটে। গরমে বাতাস শুকনো হলে শরীরের আর্দ্রতা শুষে নেয়। ঠোঁট ফাটে শুষ্ক হয়ে গিয়ে। এছাড়াও অনেকের ঘুমের মধ্যে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার অভ্যাস থাকে। এতে ময়েশ্চারাইজার তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়। পাশাপাশি, অনেক সময় অনেক রকমের লিপস্টিক, লিপবামে এমন সব ক্ষতিকর টক্সিন রাসায়নিক ব্যবহার করা হয় যা ঠোঁটকে শুষ্ক করে তোলে।
গরমে শুষ্ক ঠোঁট এড়াতে কী করবেন
গরমে শরীর ঠান্ডা ও আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে জল খান। ঠোঁট জলে ভেজান বারেবারে। বাইরে বেরোলে ঠোঁটেও এসপিএফ যুক্ত লিপবাম লাগাবেন, যাতে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব আটকানো যায়। খাওয়ার পর ঠোঁটে অবশ্যই হাইড্রেটিং লিপবাম লাগাবেন। রোদে বেরোলে স্কার্ফ, ফেসমাস্ক ব্যবহার করুন। নরম, হাইড্রেটিং লিপবাম, লিপস্টিক ব্যবহার করুন।