
The Truth of Bengal,Mou Basu: হাতে গোনা আর কয়েকটি দিন আর বাকি। দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোয় জেল্লাদার ত্বক ও চুল পেতে তাই এখন ভীষণ ভিড় বিভিন্ন বিউটি পার্লার ও সালোঁতে। ব্যস্ততার কারণে আপনি যদি পার্লারে যা যেতে পারেন তাহলেও কুছ পরোয়া নেহি। পুজোর ক’দিন লাবণ্যময়ী হয়ে উঠতে ভরসা রাখুন ঘরোয়া ফেসপ্যাকে। কোনো রাসায়নিক নয় প্রাকৃতিক উপাদানের সাহায্যে ঘরোয়া পদ্ধতিতে বানানো ফেসপ্যাকে আপনি পুজোয় পেতে পারেন জেল্লাদার ত্বক ও চুল।
১) মুলতানি মাটি ও চন্দনগুঁড়ো দিয়ে তৈরি ফেসপ্যাক। তৈলাক্ত ত্বকের জন্য দারুণ উপকারী এই প্যাক। ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে সপ্তাহে একবার এই ফেসপ্যাক ব্যবহার করুন। প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো চন্দনগুঁড়ো আর মুলতানি মাটি মিশিয়ে পরিমাণ মতো জল বা গোলাপ জল দিয়ে মিশ্রণ তৈরি করে মুখে, গলায়, হাতে পায়ে লাগিয়ে রাখুন ১০ মিনিট। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।
২) রান্নাঘরের অতি প্রয়োজনীয় উপাদান হল বেসন। বেসন প্রাকৃতিক এক্সফোলিয়েটর ও ক্লিনজার হিসাবে দারুণ উপকারী। ঘরোয়া রূপটানে বেসনের ব্যবহার অনস্বীকার্য। ২ চামচ বেসন, ২ চামচ দুধের সর ও পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিন।
৩) সুস্থ ও সতেজ ত্বক পেতে টক দইয়ের ব্যবহার অপরিসীম। টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে ও ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো টক দই নিন। এরমধ্যে বেসন, হলুদ গুঁড়ো, মুলতানি মাটি ও চন্দনগুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে নিন। ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিন।
Free Access