লাইফস্টাইল

সুখ শান্তি কামনায় বাড়িতে কোন ধরনের ছবি রাখবেন, কী বলছে বাস্তুশাস্ত্র

Keep any kind of pictures at home to wish for happiness and peace

The Truth of Bengal: সুখ শান্তি সকলেই কামনা করেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী সুখ শান্তি কামনায় বাড়ির উত্তর দিকে টিয়াপাখির ছবি রাখা শুভ। উত্তর দিকে টিয়াপাখির ছবি রাখলে বাড়ির পড়ুয়াদের পড়াশোনার প্রতি মনঃসংযোগ বাড়ে। স্মৃতিশক্তি বাড়ে। উত্তর দিকে টিয়াপাখির ছবি রাখলে উত্তর দিকের বাস্তুদোষ দূর হয়। এছাড়াও বাড়ির সদস্যদের আত্মবিশ্বাস ও নৈতিকতা বাড়াতে বাড়িতে উঁচু পাহাড় ও উড়ন্ত পাখির ছবি রাখা দরকার।

উড়ন্ত পাখির ছবি দেখলে মনে আত্মবিশ্বাস ও উৎসাহ বৃদ্ধি পায়। তবে সমুদ্রের ঢেউয়ের ছবি রাখবেন না। এতে মানসিক উদ্বেগ ও সম্পর্কে টেনশন বেড়ে যায়। বাস্তু মতে পাখি শুভ। বাড়িতে পাখির ছবি রাখলে ইতিবাচকতা বাড়ে। কাজকর্মে সাফল্য পেতে পূর্ব দিকে পাখির ছবি রাখা শুভ। বাড়িতে সুখ শান্তি থাকে।