শরীরে ভাষায় নিজেকে ব্যক্তিত্ব আকর্ষণীয় করে তুলতে আপনার ঠোঁটের কোনায় থাকুক হালকা হাসি
Have a slight smile on the corner of your lips to make yourself attractive in body language

The Truth of Bengal: শরীরী ভাবভঙ্গিমা বা বডি ল্যাংগুয়েজ হল পৃথিবীর আদিমতম ভাষা। মনের মধ্যের অনুভূতি ফুটে ওঠে শরীরের ভাবভঙ্গিমার মাধ্যমে।
কীভাবে শরীরী ভাষার মাধ্যমে আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি করবেন?
১) সব সময় মুখে হাসি রাখবেন। সামান্য হাসি আপনাকে জীবনের সর্বক্ষেত্রে আলাদা মাইলেজ দেবে।
২) হাঁটাচলা, বসার মধ্যে যেন একটা রিল্যাক্সড ভাব থাকে। বসা ও হাত রাখার মধ্যে যেন একটা রিল্যাক্স ও সাবলীল ভাব থাকে।
৩) যার সঙ্গে কথা বলছেন তার দিকে সরাসরি তাকিয়ে কথা বলুন। এতে বোঝা যাবে আপনি আত্মবিশ্বাসী।
৪) নিজের কথা বলার সময় মেরুদণ্ড সোজা রেখে কথা বলুন।
৫) টেবিলে বসে উল্টো দিকের মানুষের কথা শোনার সময় সামনের দিকে ঝুঁকে কথা বলবেন। এর মানে উল্টো দিকের মানুষটি বুঝবেন যে আপনি তাঁর কথা শুনতে আগ্রহী।
৬) কারোর ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়বেন না।
৭) বেশি চেঁচিয়ে কথা বলবেন না। শান্ত-ধীরস্থির ভাবে কথা বলবেন।
৮) মিথ্যা কথা বলার সময় অনেকে চোখ বা চোখের তলা দ্রুত ঘষে নেন।
৯) অন্যের কথা শোনার সময় একদিকে ঘাড় কাত করে শোনা মানে হল আপনি মন দিয়ে কথা শুনছেন।
১০) প্যান্টের পকেটে পুরো হাত ঢোকানো মানে আপনি মনের ভাব পুরো প্রকাশ করতে চাইছেন না।
১১) কৃত্রিম হাসির অবস্থান শুধু ঠোঁটে। গাল ২টো অল্প ফুলবে। আসল হাসিতে চোখের চারপাশের পেশিও সঙ্কুচিত হয়। চোখ সরু হয়ে যায়।
১২) প্যান্ট বা কোটের পকেট থেকে বুড়ো আঙুল বের করে রাখার অর্থ শ্রেষ্ঠত্ব জাহির করা, সবকিছু নিয়ন্ত্রণে আছে বোঝানো।