চুল পড়ছে, পাতলা হয়ে যাচ্ছে, আপনার রান্নাঘরেই রয়েছে সমস্যার সমাধান, কীভাবে করবেন উপায়
Hair is falling, thinning, your kitchen is the solution to the problem, how to do it

Truth Of Bengal: আজকাল দেখছেন, চুল অত্যাধিক পাতলা হয়ে গিয়ে অকালে পড়তে শুরু করেছে। এক ঢাল স্বাস্থ্যোজ্জ্বল চুল সবার চাহিদা। সমস্যার সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই। সবার পক্ষে বিউটি পার্লার বা সালোঁতে গিয়ে বিউটি ট্রিটমেন্ট করানো সম্ভব হয় না। তাই ঘরোয়া উপাদানে কম খরচেই স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়া সম্ভব। এক্ষেত্রে গ্রিন টি আর টক দইয়ের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই হেয়ার প্যাক তৈরি করে চুলে ও চুলের গোড়ায়, মাথায় লাগালে স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়া সম্ভব।
চুলের স্বাস্থ্য রক্ষায় কতটা উপকারী গ্রিন টি ও টক দই
গ্রিন টিতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা চুলকে গোড়া থেকে মজবুত করে। অকালে ঝরে পড়া আটকায়।
টক দইতে রয়েছে প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড যা চুলে পুষ্টি জোগায় আর মাথার তালু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। নতুন চুল গজাতে সাহায্য করে।
তাই নরম ও মসৃণ মজবুত চুল পেতে ভরসা রাখুন টক দই ও গ্রিন টি দিয়ে তৈরি হেয়ার মাস্কের ওপর
কতটা উপকারী গ্রিন টি ও টক দইয়ের মাস্ক
১) ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে গ্রিন টি-তে। চুলের গোড়া মজবুত করে, পুষ্টি জোগায়। চুলের অকালে ঝরে পড়া আটকায়।
২) টক দইয়ে রয়েছে প্রোটিন, ভিটামিন যা চুলের বৃদ্ধি ঘটায়। নতুন চুল গজাতে সাহায্য করে।
৩) স্ক্যাল্প ডিটক্স করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ গ্রিন টি। মাথার তালুতে জমে থাকা অতিরিক্ত তেল, ময়লা পরিষ্কার করে।
৪) ল্যাকটিক অ্যাসিড থাকে টক দইয়ে যা মাথার তালু পরিষ্কার করে। খুশকির সমস্যা দূর করে। চুলকে নরম ও উজ্জ্বল রাখে।
৫) নিয়মিত এই হেয়ার মাস্কের ব্যবহারে চুল হয় নরম ও মসৃণ।
গ্রিন টি ও টক দই মিশিয়ে কীভাবে তৈরি করবেন হেয়ার মাস্ক
২ টেবিল চামচ গ্রিন টি বা ২টো গ্রিন টি সমেত টি ব্যাগ। আধ কাপ টক দই। এক চামচ নারকেল তেল ও এক চামচ মধু। এক কাপ জলে গ্রিন টি দিয়ে ফুটিয়ে, ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিন। টক দই মিশিয়ে নিন। মধু ও নারকেল তেল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে চুলে লাগান। কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে নিন চুল।