লাইফস্টাইল

পয়লা বৈশাখের আগে নখ সাজুক এই ট্রেন্ডে, জানুন বিস্তারিত

Get your nails done in this trend before Poyala Baishakh, know the details

Truth Of Bengal: প্রতি বছরই সাজগোজের ক্ষেত্রে নয়া ট্রেন্ড লক্ষ্য করা যায়। সাজগোছ মানে শুধু জামাকাপড় ও জুতো পরাই নয়। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবদিকেই সমান খেয়াল রাখতে হবে। ২০২৫ সালে ‘Soap nails’ ট্রেন্ড ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এটা হল মিনিম্যালিস্টিক ও সফট ম্যানিকিয়র স্টাইল। এতে নখে ফ্রেশ, পরিষ্কার লুক আসবে।

কী এই Soap nails ট্রেন্ড?

সোপ নেল স্টাইলে নখে দেখা যাবে প্রাকৃতিক, হালকা, গ্লসি লুক। মিল্কি হোয়াইট, সফট বেইজ, পেইল পিঙ্কের মতো নিউট্রাল রঙের নেলপলিশের শেড লাগানো হয়। এতে নখে একটা পরিষ্কার, স্বাস্থ্যোজ্জ্বল লুক আসে। পাশাপাশি, সিম্পল, এলিগ্যান্ট ও ক্লাসিক লুক মেলে। প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয়। কাজের জগৎ হোক কিংবা ছোটোখাটো অনুষ্ঠান, পার্টি, ক্যাজুয়াল, সব জায়গায় মানানসই এই সোপ নেল স্টাইল। নিউট্রাল টোনের রঙ বাছাই করা হয় বলে সব রকমের পোশাকের সঙ্গে মানানসই।

সোপ নেল স্টাইল নখে লাগানোর আগে কী করবেন

ভালো করে সঠিক শেপে নখ কাটবেন। নখের আশপাশের অংশ ঠিক মতো কেটে নেবেন। প্রথমেই উন্নত মানের বেস কোট লাগান নখে। তারপর নিউট্রাল রঙের নেলপলিশের শেড লাগান ২ কোট। শুকিয়ে গেলে ওপরে হাই গ্লস রঙের নেলপলিশ লাগান।

কীভাবে সঠিক উপায় নেবেন নখের যত্ন

  • প্রতিদিন নখের ওপর ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস লাগান। কিছু সময় রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন নখ। এতে নখের বৃদ্ধি হবে আবার নখে ব্যাক্টেরিয়া সংক্রমণ হয় না।
  • কমলালেবুর রসে ১০ মিনিট ডুবিয়ে রাখুন নখ। ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন নখ। কমলালেবু কোলাজেন প্রোটিনের নিঃসরণে সাহায্য করে। নখের বৃদ্ধি ঘটায়।
  • নখে লাগান ঈষদুষ্ণ গরম নারকেল তেল। ভিটামিন ই সমৃদ্ধ নারকেল তেল খুব ভালো অ্যান্টিঅক্সিড্যান্ট যা নখের বৃদ্ধি ঘটায় ও স্বাস্থ্য ভালো রাখে।
  • নরম, ভাঙাচোরা নখের ভেতরের স্তরে গিয়ে রক্ত চলাচল বৃদ্ধি করায় অলিভ অয়েল। নখের ওপর অলিভ অয়েল কিছুক্ষণ ঘষে রেখে দিন।
  • ডিমের খোলায় প্রচুর পরিমাণে ক্যালশিয়াম থাকে। তাই ডিমের খোলা গুঁড়ো করে জল দিয়ে পেস্ট করে নখের ওপর লাগান। ১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।
  • পাতিলেবুর রস ও মধু মিশিয়ে নখে লাগান। নখে ব্যাক্টেরিয়া, ফাঙ্গাসের সংক্রমণ হয় না।

Related Articles