আজকের দিনেলাইফস্টাইল

সপ্তাহের শুরুতে অর্থ লাভ কার ভাগ্যে? দেখুন আজকের রাশিফল

Who is lucky to gain money at the beginning of the week? See today's horoscope

Truth Of Bengal: আজ ৬ জানুয়ারি, সোমবার। সপ্তাহের প্রথম দিনে কেউ কি ভুল করেও ভাবতে চায়, যে তার দিন খারাপ যাবে? কিন্তু তাও খারাপ কাটে আমাদের অনেকের দিন। তাই অতো ভেবে সময় নষ্ট করার প্রয়োজন নেই। যা হবে দেখা যাবে। সবটা নিজের পরিশ্রমের উপর ছেড়ে দিন। তবুও নিজের সারা দিনের সাম্যক ধারনা পেতে দেখতে পারেন আজকের রাশিফল।

মেষ: ঝামেলা এড়িয়ে চলুন। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য দিক সুখেই কাটবে। করুণা আদায়ের চেষ্টা না করে সমস্যার মূল থেকে সমাধানের চেষ্টা করলে তা কাজে দেবে। সন্তানদের থেকে সাহায্য পেতে পারেন।

বৃষ: অন্যায় সহ্য না করে প্রতিবাদ করুন, নিজের আত্মসম্মান বোধ জাগিয়ে তুলুন। ব্যবসায় ক্ষতি দেখা দিতে পারে, তাই সাবধানে ভেবে চিন্তে পদক্ষেপ নিন। তবে অন্যান্য কর্মের ক্ষেত্রে দিনটি ভাল। সাংসারিক বিবাদের জেরে মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা।

মিথুন: ব্যবসায় বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। স্ত্রী-র সঙ্গে বিবাদ হতে পারে। উচ্চবিদ্যার ফল খুব একটা ভালো হবে না। মাথা গরম করার ফলে কাজ ভেস্তে যাবে। কেউ সাহায্য করতে চাইলে তা ফিরিয়ে দেবেন না।

কর্কট: কর্মক্ষেত্রে নিজের আবেগ, সেন্টিমেন্টকে গুরুত্ব দেবেন না। অতীতে থাকা শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে নিজের মতামত আজ না দেওয়ায় ভাল। আজ কাছের মানুষের থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন।

সিংহ: শারীরিক ও আর্থিক দিকে নজর দিন। আজ ব্যবসায় খুব ভাল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। আপনার কঠর পরিশ্রমের ফল পাবেন আজ। সব মিলিয়ে আজ আপনার দিনটি ভাল যাবে।

কন্যা: আর্থিক সমস্যার সমাধান পেতে পারেন আজ। আজ আপনার কাজ ভাল হবে। শেয়ারে ক্ষতি হতে পারে। কর্মরত মহিলাদের কর্মে উন্নতি দেখা দেবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টায় রয়েছে, সতর্ক থাকুন।

তুলা: সাংসারিক শান্তি বৃদ্ধি পাবে, কিন্তু পরিবারের কথা ভেবে কাজ করুন। তাদের মনে দুঃখ দেবেন না। অনেযের ঝামেলায় যাবেন না। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। নিজের সঙ্গে নিজের ব্যক্তিত্বের সংঘাত হবে।

বৃশ্চিক: বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। সামনের কয়েকটি দিন আপনার জন্য প্রচুর সুযোগ অপেক্ষা করছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। আজ স্বাস্থ্য ভাল থাকবে। ব্যবসায় লাভের সম্ভাবনা।

ধনু: জীবনে অর্থাভাব দেখা দেবে, আর্থিক দিকে খেয়াল রাখুন, সঞ্চয় করার সময় এটি। যে কাজ পছন্দ নয় অর্থের লোভে সে কাজ করবেন না, আপনি সমস্যায় পড়তে পারেন। প্রতিকূল পরিবেশকে ভালবাসুন তবেই অনুকূল পরিবেশের দেখা পাবেন।

মকর: আপনার কঠর পরিশ্রমের জেরে সাফল্য নিজেই আপনার কাছে আসবে। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। আজ কোন পদক্ষেপ নেওয়ার আগে সঙ্গীর থেকে একটু পরামর্শ নিন। এতে আপনার মনের মানুষও খুশি হবে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। শারিরিক সমস্যার দেখা দিতে পারে।

কুম্ভ: আপনার চরিত্র যেমন রয়েছে তা ধরে রাখুন। কারোর কথায় কান দেবেন না। হালকা ভাবে নিন। গুজবে কান দেবেন না। নতুন পরিকল্পনা নিয়ে ভাবুন। সামাজিক যোগাযোগের জায়গাগুলো এক্সপ্লোর করুন। চেনা-অচেনা সব মানুষের সঙ্গে কথা বলুন।

মীন: ব্যবসায় শুভ যোগ। তবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সন্তানদের থেকে সুখবর আসতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন।

Related Articles