আজকের দিনে

কী রয়েছে আজ আপনার ভাগ্যে? জানুন আজকের রাশিফল

What's in your destiny today? Know today's horoscope

The Truth Of Bengal: আজ ১৭-ই নভেম্বর, রবিবার। আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।

মেষ : পরিবারের বরিষ্ঠ সদস্যদের পরামর্শ অনুযায়ী কাজ করা শ্রেয় হবে। পরিবারের কোনও সদস্য পুরস্কার লাভ করায় আনন্দিত হবেন। জরুরি কাজের তালিকা তৈরি করে সেগুলি সময়ের মধ্যে পুরো করে দিন।

বৃষ: কারও সাহায্য করার সুযোগ পেলে তা হাতছাড়া করবেন না। কর্মক্ষেত্রে কিছু কথা গোপন রাখুন। তা না-হলে বিরোধীরা এর দুর্ব্যবহার করতে পারে। দায়িত্বপূরণে কোনও গাফিলতি করবেন না। ব্যয়াম করে শারীরিক কষ্ট দূর করতে পারবেন।

মিথুন : কোনও বিষয়ে পরিবারের সদস্যদের পরামর্শ নিতে পারেন, সবার সামনে নিজের মনের কথা প্রকাশ করুন। চাকরিজীবী জাতকরা পুরনো ভুলের জন্য বকা খেতে পারেন। বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা তৈরি করতে পারেন।

কর্কট : কোনও কারণে হঠাৎ দৌড়ঝাপ করতে হবে। পরিবারের সদস্যদের আনাগোনা লেগে থাকবে, যার ফলে ব্যস্ত থাকবেন। সাবধানে সম্পত্তি সওদা করতে হবে, তা না-হলে সমস্যা সম্ভব।

সিংহ : রাজনৈতিক ক্ষেত্রে কর্মরত জাতকরা কোনও বড় দলের সঙ্গে যুক্ত ভালো লাভ অর্জন করতে পারেন। একাধিক উৎস থেকে আয় হওয়ায় আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যবসায়ে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন।

কন্যা : বাড়িতে কাজ করেন যাঁরা, তাঁদের সতর্ক থাকতে হবে। আর্থিক বিষয়ে কোনও বহিরাগত ব্যক্তির পরামর্শ নেবেন না। ব্যবসায়ে মন্দা দেখা দিলে পরিবারের সদস্যদের পরামর্শ নিতে পারেন। কাজের সন্ধানে থাকলে সুসংবাদ পাবেন।

তুলা : বন্ধুদের সাহায্যে অন্য কাজে রুচি বিকশিত হবে। যোগ-ব্যয়াম অভ্যাস করুন, তা না-হলে স্বাস্থ্য সমস্যা সম্ভব। অপ্রয়োজনীয় কথা বলবেন না। লক্ষ্য পূরণে আনন্দিত হবেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।

বৃশ্চিক : নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন। পারিবারিক সম্পর্ক উন্নত হবে। পারিবারিক সম্পর্ক উন্নত হবে। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ নিয়ে ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। আইনি মামলায় জয়ী হতে পারেন।

ধনু : আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। দীর্ঘকালীন প্রকল্পে অর্থ লগ্নি করতে পারেন। মনের মধ্যে কিছু সমস্যা চললে বাবার সঙ্গে পরামর্শ করতে পারেন।

মকর : বন্ধুর কাছ থেকে কোনও দামী বস্তু উপহার পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না, তা না-হলে বড়সড় অসুস্থতা দেখা দিতে পরে।

কুম্ভ : নিজের কাজ নিয়ে কাল বেশ সন্তুষ্ট থাকবেন কুম্ভ রাশির জাতকরা। নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কাল কোথাও বিনিয়োগ করে রাখতে পারেন। সন্তানের থেকে কাল সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে নিজের ভালো চিন্তাভাবনার দ্বারা লাভান্বিত হবেন। অধিকার বৃদ্ধি হবে। আইনি মামলায় সতর্ক থাকতে হবে, তা না-হলে সমস্যা সম্ভব। আয়ের নতুন উৎস পাবেন।

মীন : কর্মক্ষেত্রে বিরোধীরা আপনার ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, চতুর বুদ্ধি প্রয়োগ করে বাঁচতে পারেন। ধর্মীয় কাজে রুচি বাড়বে। টাকা ধার নেবেন না, কারণ তা শোধ করা কঠিন হয়ে পড়বে। সন্তানের সঙ্গতিতে বিশেষ যত্ন দিন। কাজ বাড়তে পারে।

Related Articles