অমাবস্যা তিথিতে কর্মক্ষেত্রে সফল হবেন কোন তিন রাশির জাতক? জানুন আজকের রাশিফল
Todays Horoscope

The Truth Of Bengal : আজ ১০ মার্চ , রবিবার। চন্দ্র আজ কুম্ভ রাশিতে নিজের যাত্রা শেষ করে মীন রাশিতে প্রবেশ করবে। আজ ফাল্গুন মাসের অমাবস্যা তিথি। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।
মেষ : নেতিবাচক চিন্তাভাবনা মাথায় আনবেন না, তা না-হলে ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। অফিসে কোনও কারণে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে তর্ক হতে পারে, এ কারণে চিন্তিত থাকবেন। বাবার দেওয়া দায়িত্ব পূরণ করবেন।
বৃষ : আমদানি-রফতানির ব্যবসা করেন যাঁরা, তাঁরা কোনও বড়সড় অর্ডার পেতে পারেন। প্রপার্টি ডিলিংয়ের কাজ করেন যাঁরা, তাঁদের সতর্ক থাকতে হবে। প্রয়োজনাতিরিক্ত লগ্নি করলে লোকসান সম্ভব। পরিবারে পার্টি আয়োজিত হবে এবং সেখানে বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে।
মিথুন : নতুন সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করে থাকলে মনস্কামনা পূরণ করা সম্ভব হবে। পারিবারিক বিষয়ে গভীর ভাবে চিন্তাভাবনা করুন, তা না-হলে সম্পর্কে অবসাদ দেখা দিতে পারে। সন্তান নতুন চাকরি পেলে আনন্দিত হবেন।
কর্কট : স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না। পুরনো বিবাদ ও সমস্যা থেকে মুক্তি সম্ভব। দীর্ঘদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। জনপ্রিয়তা অর্জন করায় মা-বাবাও খুশি হবেন। নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারেন।
সিংহ : কর্মক্ষেত্রে আপনার কঠন পরিশ্রম দেখে সকলে আপনার প্রশংসা করবে। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা বলে অগ্রসর হতে হবে। আইনি মামলায় অধিক দৌড়ঝাপ করতে হবে, অবশেষে সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে।
কন্যা : তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। মায়ের স্বাস্থ্য দুর্বল হবে। পুরনো ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন। ধর্মীয় কাজে অর্থ ব্যয় করবেন এই রাশির জাতক। পরিবারের কোনও সদস্যের বিবাহে আগত বাধা দূর হবে।
তুলা : টাকা-পয়সার বিষয়ে সতর্ক থাকতে হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বদলি হবে। কোনও কারণে মানসিক দিক দিয়ে চিন্তিত থাকলে বাবার সঙ্গে সেই কথা ভাগ করে নিতে পারেন।
বৃশ্চিক : ব্যক্তিগত জীবনে কিছু দায়িত্ব থাকবে। এই দায়িত্ব ভয় না-পেয়ে পুরো করবেন। কোনও কাজের জন্য দৌড়ঝাপ করতে হবে, তখনই তা পুরো হবে। সন্তানের শিক্ষা সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোনও বড়নেতার সঙ্গে দেখা হতে পারে
ধনু: পারিবারিক সমস্যার কারণে অবসাদগ্রস্ত থাকবেন। এর জন্য বরিষ্ঠ সদস্যদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন। খাওয়া-দাওয়ার যত্ন নিন।
মকর : আগে থেকে কোনও কাজের পরিকল্পনা করে থাকলে তা এবার পুরো কতে পারেন। বিপরীত পরিস্থিতিতে ধৈর্য হারাবেন না। ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোনিবেশ করুন, তা না-হলে পরে সমস্যায় জড়াবেন।
কুম্ভ : কারও কাছ থেকে টাকা ধার নিয়ে থাকলে তা শোধ করা সম্ভব হবে। পারিবারিক বিবাদ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে জুনিয়রদের সহযোগিতা লাভ করবেন।
মীন : সন্তান আপনার কাছ থেকে কিছু চাইতে পারে। পারিবারিক সুখ বৃদ্ধি হবে। কাজে আগত বাধা দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে কথাবার্তা বলার সময়ে সামঞ্জস্য বজায় রাখুন। তা না-হলে সমস্যা আসতে পারে।
FREE ACCESS