আজকের দিনে

এবার হবে শনির দৃষ্টিতে বাজিমাত! কোন কোন রাশির ওপর পরছে এই শুভ দৃষ্টি?

Today's Horoscope

The Truth Of Bengal : আজ, বুধবার, ৬ ডিসেম্বর, আজকে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

মেষ রাশি

শরীর ভোগাবে। পেটের সমস্যায় চূড়ান্ত কষ্ট পেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বেশ শুভ পরিবর্তন লক্ষণীয়। নতুন চাকরির জন্য শুভ যোগাযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে চাপ বাড়বে। নিজের সন্মানের খেয়াল নিজে রাখার চেষ্টা করুন। আপনার আজকে প্রচুর সময় নষ্ট হতে পারে।

বৃষ রাশি

রাগ নিয়ন্ত্রনে রাখুন। কারণ অহেতুক রাগের কারণে আপনার কষ্ট বাড়তে পারে। নতুন কাজের শুভ যোগাযোগ আসবে। তবে যারা চাকরি করেন তাঁদের চাকরির স্থানে জটিলতা বাড়বে। যদিও ব্যবসার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি আসবে।

৩। মিথুন রাশি

নিজের শরীর নিয়ে নানান রকম কষ্টে ভুগতে হতে পারে।  ফলে চিকিৎসার জন্য খরচ বাড়বে। কর্মস্থানে আপনার নিজের বুদ্ধির ভুল থেকেই আপনারই ক্ষতি হতে পারে। তবে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ হবে। অর্থভাগ্য পর্যন্ত অন্য দিনের থেকে খারাপ। জীবিকা নিয়ে খানিকটা চিন্তা কাটবে।

৪। কর্কট রাশি

শরীর গতানুগতিক চলবে। তবে লিভারের সমস্যায় ভুগতে হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু হতে পারে। যদিও চাকরির খেতে শুভ জগাজগ আসছে। উচ্চ পদের কোন চাকরির খোঁজ আসতে পারে। বাড়তি খরচের জন্য ব্যবসার দিকে চাপ বাড়বে।

৫। সিংহ রাশি

কোন পুরনো রোগের কারণে কষ্ট বৃদ্ধি পাবে। অর্থ বুঝে খরচ করতে হবে। আয় এবং ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। পেশার কারণে প্রচুর পরিশ্রম করতে হবে।

৬। কন্যা রাশি

শরীর ভালো থাকলেও কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। আবার জ্বর সর্দি হতে পারে। তবে অন্যদিক থেকে আর্থিক ব্যাপারে সহায়তা আসবে। পেশাগত ক্ষেত্রেও দিনটি আনন্দের। সেবামূলক কাজ আপনাকে শান্তি দেবে।

৭। তুলা রাশি

ব্যবসার ক্ষেত্রে কারো সাথে বিবাদ হতে পারে। তবে লাভ হবে। পড়াশুনার কারণে সুনাম বাড়বে। আর্থিক ক্ষেত্রে ভালো-মন্দ মিশিয়ে থাকবে। পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য আপনার চাপ বাড়বে।

৮। বৃশ্চিক রাশি

কোমরের যন্ত্রণা বাড়তে পারে। চিকিৎসার কারণে খরচ হবে। কর্মস্থানে উন্নতির সুযোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। ব্যবসায় অর্থাভাব রয়েছে। উপার্জনের পথ মসৃণ রয়েছে।

৯ । ধনু রাশি

পড়াশোনার জন্য বিদেশ ভ্রমণ বন্ধ হতে পারে। কর্ম ক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হবে। জীবন শুভ কাজের ক্ষেত্রে সাফল্য রয়েছে। আর্থিক সুযোগ পাবেন। সেবামূলক কাজে আপনি আনন্দ পাবেন। পেশাগত ক্ষেত্রে দূরে যাওয়ার কারণে কপালে কষ্ট রয়েছে।

১০। মকর রাশি

পেটের সমস্যা বাড়তে পারে। শিক্ষকদের জন্য দিনটি শুভ। ব্যবসা এবং চাকরি দুটো দিকই খুব ভালো আয় দেবে। পেশাগত ক্ষেত্রে দিনটি অনুকূল থাকবে। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে।

১১। কুম্ভ রাশি

যে কোন প্রকার শারীরিক কষ্ট অবহেলা করবেন না। ব্যবসায় ভালো কিছু হবে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে আয়ের থেকে ব্যয় বাড়বে। অর্থ ভাগ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। এ সমস্ত ক্ষেত্রে শুভ-অশুভ দুটো দিকই থাকবে।

১২। মীন রাশি

সকালে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। চাকরির স্থানে আয় বাড়বে। ব্যবসা আপনাকে আনন্দ দেবে। ব্যবসায় ভাল যোগাযোগ আসবে। আর্থিক সুযোগ প্রাপ্তি হতে পারে। সামাজিক ক্ষেত্রে সুনাম বাড়বে।

 

FREE ACCESS

 

 

Related Articles