আজকের দিনে

মে মাসেই হবে কেরিয়ারে উন্নতি, চাকরি-ব্যবসায় সাফল্য, এক লাফে বাড়বে রোজগার এই ৫ রাশির!

Today Horoscope 

The Truth of Bengal: আর ঠিক দু-দিন পরেই শুরু হবে মে ২০২৪। নতুন মাসে আর্থিক পরিস্থিতি কেমন থাকবে তা জানার আগ্রহ আমাদের সবার মনেই রয়েছে। জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে মে মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে দেখা যাচ্ছে যে কোনও কোনও রাশির জাতকরা আর্থিক দিক থেকে মে মাসে বড় উন্নতি করার সুযোগ পেতে চলেছেন। এঁরা চাকরি বা ব্যবসা যাই করুন না কেন, সামনের মাসে বড় সাফল্য অপেক্ষা করছে এঁদের জন্য। জ্যোতিষ গণনা অনুসারে দেখা যাচ্ছে যে মে মাসে পাঁচ রাশির জাতকদের পেশাগত জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আগামী মাসে বেশ কিছু অর্তিরিক্ত অর্থলাভও হবে এঁদের। জেনে নিন আগামী মাসে আর্থিক ও কেরিয়ারে বড় উন্নতি করবেন কোন কোন রাশির জাতকরা।

মেষ রাশি 

স্বাস্থ্য ভাল থাকবে না। আপনি আজ কোনও কাজে মন বসাতে পারবেন না। শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভাল যাবে। পরীক্ষায় অসাধারণ সাফল্য পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে।

বৃষ রাশি

সপ্তাহের প্রারম্ভে নিজস্ব কর্মের জগতে পরিবর্তন লক্ষ‌্য করা যায়। ভবিষ‌্যতের উন্নতির জন‌্য কর্মপরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। পরিবারে আপনি সকলের জন‌্য কর্তব‌্য করলেও গুরুজন স্থানীয় কারও ব‌্যবহারে দুঃখ পেতে পারেন।

মিথুন রাশি

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী জাতক-জাতিকাদের আর্থিক দিক ভাল যাবে। এই সময় বিভিন্ন উপায়ে হাতে অর্থ আসতে পারে। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। শ্বশুরকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরা মে মাসে চাকরি পরিবর্তন করতে পারেন।কর্কট  রাশির পঞ্চম ঘরে অবস্থান করবেন শনি মহারাজ। এর ফলে পেশাগত জীবনে উন্নতির একের পর এক সুযোগ আসবে আপনার সামনে। যাঁরা কর্মহীন, তাঁরা আগামী মাসে চাকরি পেতে পারেন। কী ভাবে নিজের কাজকে আরও উন্নত করবেন, সেই বিষয়ে পরিকল্পনা করবেন কর্কট  রাশির জাতকরা। অফিসে কারও সঙ্গে ঝামেলায় জড়াবেন না।

সিংহ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের অর্থ উপার্জন ভালই হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি লক্ষ‌্য করতে পারবেন। কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। ছোট ব‌্যবসায়ে কোনও কর্মচারীর আচার-আচরণের জন‌্য লোকসান দেখা দিতে পারে।

কন্যা রাশি

বাড়ির পরিবেশ ভাল থাকবে। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকুন। অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে। আজ আপনি নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন।

তুলা রাশি

খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ‌্যহানির কারণ হতে পারে। পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। ব‌্যবসায় কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। সরকারি শুল্ক সংক্রান্ত সমস‌্যা ফেলে রাখবেন না। সংগীতশিল্পী, নৃত‌্যশিল্পীদের জন‌্য আগামিদিনে ভাল সময় আসছে।

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীরা যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে। তাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আর্থিক অবস্থা ঠিক রাখতে হলে খুব ভেবেচিন্তে ব্যয় করতে হবে। এর পাশাপাশি আপনার আয় বাড়ানোর চেষ্টা করা উচিত। জীবনসঙ্গীর কাছ থেকে ভালবাসা এবং সহযোগিতা পাবেন।

ধনু রাশি

ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা না করাই শ্রেয়। এই সপ্তাহে কর্মজীবনে বড় পরিবর্তন আসার সম্ভাবনা। নব-বিবাহিতরা তাঁদের জীবনসঙ্গীর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সপ্তাহের মধ‌্যভাগে লটারি বা শেয়ারে বাড়তি অর্থ হাতে আসতে পারে। এই সময় সন্তান-সম্পর্কিত সুসংবাদ পেতে পারেন। পারিবারিক সমস‌্যাগুলি জিইয়ে না রেখে মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

মকর রাশি

অর্থ সংক্রান্ত লেনদেন করার জন্য আজকের দিনটি ভাল নয়। লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। বাড়ির কিছু সদস্যের মধ্যে মতবিরোধ হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার অমীমাংসিত কাজগুলি শেষ করার চেষ্টা করুন। স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল যাবে না। অতীতে বড় বিনিয়োগ করে থাকলে, তা থেকে ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। যে সকল অবিবাহিত জাতকরা মনের মতো সঙ্গী পাওয়ার সন্ধানে আছেন, আজ তাঁদের বিশেষ কারুর সঙ্গে দেখা হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

মীন রাশি

কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আসবে। নিজের উদাসিনতার জন‌্য এই সুযোগ হাতছাড়া করবেন না। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাঁদের কাজের মুনশিয়ানার জন‌্য বিদেশ থেকে কাজের বরাত পেতে পারেন। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান নিয়ে পরিবারে অশান্তি। বন্ধুর উপকার করতে গিয়ে অযথা অপমান জুটতে পারে।

Free Access

Related Articles