
The Truth Of Bengal : ১। চুক্তিভিত্তিক অস্থায়ী তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীদের বেতন বাড়াল রাজ্য সরকার। ১ এপ্রিল থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। অর্থ দফতর থেকে এ সম্পর্কে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
২। শনিবার সাতসকালে টিটাগড়ে শ্যুটআউট। এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। টিটাগড়ের আলি হায়দার রোডের ঘটনা। ইতিমধ্যেই শ্যুটআউটের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
৩। বর্ধমান শহরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে পোস্টার পড়ল এলাকায়। বর্ধমান শহরের কার্জন গেটের কাছে কয়েকটি জায়গায় পোস্টার দেখা যায়।
৪। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তার আগেই নির্বাচনী প্রচারে রাজনৈতিক নেতা-নেত্রী এবং তারকা-প্রচারকদের মন্তব্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন।
৫। বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। আরামবাগের পর শুক্রবার কৃষ্ণনগরে সভা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।
৬। রাজ্যে রুট মার্চ শুরু কর;ল কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে ১০০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের নিদেশ মত এরিয়া ডমিনেশনে নেমে পড়েছে বাহিনীর সদস্যরা।
৭। দমদমে ইন্টারলকিং কাজের জন্য একাধিক ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি ঘোষণা করেছিল পূর্ব রেল। সেই বিজ্ঞপ্তি আপাতত বাতিল। চলতি সপ্তাহে এই কাজ হচ্ছে না। নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পূর্ব রেল।
৮। হাই কোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন প্যানেল প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৩৯ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।
৯। মেট্রো যাত্রীদের জন্য সুখবর। লোকসভা ভোটের আগেই আরও তিনটি রুটে চালু হতে চলেছে মেট্রো । উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাসতের সভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
১০। কলকাতা, হাওড়া ও হুগলী লাগোয়া গঙ্গাপাড়ের সৌন্দর্যায়নে একাধিক পদক্ষেপ প্রশাসনের। হুগলী নদীর উন্নয়ন প্রকল্পে প্রায় ১০০০ কোটি টাকা ব্যয়ে সাজতে চলেছে গঙ্গার পাড়গুলি। গড়ে তোলা হবে একাধিক পার্ক।
১১। সিলিন্ডার বিস্ফোরণ নয়, বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে হয়েছিল আইইডি বিস্ফোরণ। সিসিটিভি ফুটেজে চিহ্নিত হয় অভিযুক্ত। আটক করা হয়েছে তাঁকে। চলছে জিজ্ঞাসাবাদ।
১২। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাংসদদের ৩৩ শতাংশের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মোকদ্দমা। ন্যাশনাল ইলেকশন ওয়াচ ও এডিআরের যৌথ সমীক্ষা রাজ্যসভার দুজন সাংসদের বিরুদ্ধে খুন এবং চার সাংসদের বিরুদ্ধে হত্যার চেষ্টার মলা আছে।
১৩। ভোটের মুখে রাজনীতি থেকে অব্যাহতি চান। ঘোষণা করলেন পদ্ম সাংসদ ক্রিকেটার গৌতম গম্ভীর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির টিকিটে পূর্ব দিল্লির লোকসভা কেন্দ্রে জিতেওছিলেন।
১৪। মহাদেব অনলাইন বেটিং অ্যাপ মামলায় বেআইনিভাবে আয় করা ৫৮০ কোটি টাকা ‘ফ্রিজ’ করল ইডি। এছাড়াও তল্লাশি অভিযান চলাকালীন ১.৮৬ কোটি টাকা ও ১.৭৮ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
১৫। লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট মেলার আশ্বাস পেলে কংগ্রেস ছাড়বেন তিনি। সংবাদমাধ্যমের সামনে এই ঘোষণা করলেন বিহারের কংগ্রেস বিধায়ক নীতু সিং। নীতু বলেন, তিনি এ বার লোকসভা ভোটে লড়তে চান। তাই যে দল টিকিট দেবে, সেখানেই যাবেন তিনি।’’
১৬। ‘কংগ্রেসের এক্স-পোস্টের একটি ভিডিওতে সম্মানহানি’, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর। খড়্গে, জয়রামের ক্ষমাপ্রার্থনা চেয়ে গডকড়ীর আইনি নোটিস। নোটিসে অভিযোগ, ‘‘ভিডিয়ো ক্লিপটিতে কথোপকথনের প্রসঙ্গ ও অর্থ বিকৃত করা হয়েছে।’’
১৭। দীর্ঘ ৪২ বছর পর বড়পর্দায় কামব্যাক করছেন মহানায়ক উত্তমকুমার। এ যেন অবিশ্বাস্য। চলতি মাসেই মুক্তি পাবে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মোস্ট এক্সপেরিমেন্টাল ছবি অতি উত্তম। পয়লা মার্চ মুক্তি পেল সেই ছবির ট্রেলার।
১৮। শশাঙ্ক চতুর্বেদীর আসন্ন থ্রিলার দো পাত্তি দিয়ে কাজল ও কৃতি শ্যানন একে-অপরের মুখোমুখি হতে চলেছেন। একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি টিজার রিলিজ করে ছবির ঘোষণা করা হয়।
১৯। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সব দলকে ১লা মে’ র মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে। ২৫ শে মে’র মধ্যে স্কোয়াডে পরিবর্তন করার সময়সীমা দেবে আইসিসি।
২০। আর ঠিক মাস চারেকের অপেক্ষা। তারপরেই শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বা অলিম্পিকের। অলিম্পিকের উদ্বোধন হবে একেবারে অন্যরকম ভাবে। এবারের গেমস ভিলেজ গুলো নতুন ভাবে নির্মিত হতে চলেছে বলে জানিয়েছে আয়োজকেরা।
FREE ACCESS