আজকের দিনেলাইফস্টাইল

বছর শেষের রবি কাটুক রাজার হালে, জানুন আজকের রাশিফল

Spend the last Sunday of the year like a king, know today's horoscope

Truth Of Bengal: বছর প্রায় শেষ, মাঝে আর দিন-দুই বাকি। নানান ভাল-মন্দের মধ্য দিয়ে দিন গেলেও আবারও নতুন বছরে নতুন করে শুরু করার আশায় বসে আছে বহু মানুষ। তবে তাঁর আগে জেনে নেওয়া যাক, আজ কী রয়েছে আপনার ভাগ্যে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সপ্তাহ শেষের আজকের রাশিফল।

মেষ: ব্যবসায়ীক কাজে অগ্রগতির সম্ভবনা আছে, অংশিদারী ব্যবসায় আজ নতুন আয়ের শুভ যোগ রয়েছে। আজ আপনার ব্যবসায় ও কর্মস্থলে ভালো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে আজ। জীবনের ওঠা নামায় আপনার মনের মানুষের সাহায্য পেতে পারেন।

বৃষ: উচ্চ শিক্ষার জন্য ভাল কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ রয়েছে। ব্যবসায়ীক কাজে বা চাকরীর প্রয়োজনে বিদেশ যেতে ভ্রমনের সুযোগ রয়েছে। মামলা মোকর্দ্দমার জেরে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে আবার চিকিৎসা সংক্রান্ত কাজে লাভবান হবার সম্ভাবনাও রয়েছে। এই রাশির জাতক জাতিকার জন্য আজকের দিনটি সব মিলিয়ে ভালই যাবে।

মিথুন: এদিন কর্মস্থলে আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি পাবার সম্ভাবনা। সরকারী চাকরীতে উন্নতির সম্ভাবনা প্রবল সম্ভাবনা। কর্মস্থলে কোনো প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। প্রভাবশালী কোনো কর্মকর্তা বা নেতার আনুকূল্য লাভের সুযোগ পেয়ে যাবেন। আপনার এই মুহূর্তের মানসিক অস্থিরতাকে নিয়ন্ত্রন করার চেষ্টা করুন। সব মিলিয়ে আজ মিথুন রাশির জাতক-জাতিকার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।

কর্কট: ব্যবসা বাণিজ্যে ভাল অগ্রগতি আশা করতে পারেন। আজ আপনার রোজগারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। চাকরীজীবীদের উপরি পাওনা লাভের প্রবল যোগ রয়েছে। আজ বন্ধু বা কোনও ভাই বোনের দ্বারা উপকৃত হবেন আপনি। আজ সবের উপর এই রাশির দিনটি শুভ সম্ভাবনাময়।

সিংহ: এই রাশির রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মিশ্রভাবে কাটবে, সুখ-দুঃখ দুই অনুভব করবেন আজ। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভবান হওয়ার শুভযোগ রয়েছে। ইন্সিওরেন্স থেকে প্রাপ্তির সম্ভাবনা। ব্যবসায়ীক কারণে কোনও পুলিশী হয়রানির সম্মূখীন হতে পারেন, তাই সাবধানে পদক্ষেপ নিন।

কন্যা: ব্যবসায়ীক কাজে ব্যয় বৃদ্ধির সম্মূখীন হবেন আপনি। আমদানি রপ্তানির কাজে কিঞ্চিৎ অগ্রগতি আশা করতে পারেন। এদিকে স্বর্ণকার ও রৌপ্যকারদের আয় রোজগার বাড়বে। ঠিকাদারী কাজে নতুন কাজের যোগ রয়েছে। সব মিলিয়ে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক কাটবে।

তুলা: বিবাহিত জীবনে শান্তি ফিরে আসবে। আজ অসুস্থরা মানসিক ও শারীরিক বল ফিরে পাবেন। ট্রাভেল এজেন্সী ও এয়ার টিকিটের ব্যবসায়ীরা ভাল আয় রোজগার করতে পারবেন বলে আশা করা যায়। ব্যবসায়ীক বিষয়ে কোনও নতুন অংশীদার নিতে পারেন। এই রাশির জাতক-জাতিকার আজ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিক: আজ সন্তানের জন্য কেনা কাটার যোগ রয়েছে। গার্মেন্টস ও রেডিমেড গার্মেন্টস ব্যবসায় নতুন অর্ডার পেতে পারেন। আপনার কাজে প্রিয় জনের সাহায্য পেতে পারেন। সৃজনশীল কাজে আজ আপনি অগ্রগতি হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সংবাদ পেতে পারেন। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় আশানুরুপ অগ্রগতি হবে। এই রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি শুভ সম্ভাবনাময়।

ধনু: আজ দিনটি আপনার জন্য ভালই যাবে। পারিবারিক ও গৃহস্থালী কাজে সময় যাবে। আত্মীয়ের সাহায্যে প্রত্যাশা পূরণের যোগ রয়েছে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা লাভবান হবেন। কোনও বন্ধুর সাহায্যে বকেয়া অর্থ আদায় হতে পারে। বাড়ীতে আত্মীয়ের আগমনের যোগ রয়েছে।

মকর: সাংবাদিকদের কাজে অগ্রগতি, চাকরি ও আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি শুভ। ছোট ভাই বোনের উচ্চ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সফলতা আসবে আজ। তবে আজ আপনার প্রেম নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। আদালত সংক্রান্ত কাজ করার সময় সাবধান থাকুন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি কাটবে।

কুম্ভ: দিনটি আপনার জন্য শুভ সম্ভাবনাময়। পরীক্ষার্থীরা কোনও পরীক্ষার ফল পেতে পারেন। প্রত্যাশিত ও প্রতিযোগীতামূলক কাজে অগ্রগতি হবে। খুচরো বেচাকেনায় লাভবান হওয়ার সম্ভাবনা। খাদ্য ও বেকারী ব্যবসায়ীরা আজ ভাল আয় করতে পারবেন। কিন্তু যদি আপনি সঞ্চয় করেন তবেই অগ্রগতির দেখা পাবেন। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার আজ বৃদ্ধি পাবে।

মীন: এই রাশির জাতক জাতিকার জন্য আজকের দিনটি স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীক কাজে আজ আপনার দিনটি ভাল যাবে না। আর্থিক বিষয়ে আজ ঝামেলার সম্মূখীণ হতে পারেন। সহকর্মীদের সঙ্গে আজ কোন বিষয়ে মতানৈক্য দেখা দিতে পারে। আর্থিক সঙ্কটের সম্মূখীন হতে পারেন। শরীর স্বাস্থ্য ভাল যাবে না। আপনার অস্থিরচিওের জন্য আজ কাজে-কর্মে সমস্যার আশঙ্কা রয়েছে।

Related Articles