আজকের দিনে

চন্দ্রের ধনুতে বিচরণে সিদ্ধ যোগ, কর্মক্ষেত্রে সফল হবেন এই ৪ রাশির জাতক

Siddha Yoga in Moon's Sagittarius, the natives of these 4 zodiac signs will be successful at work

The Truth Of Bengal : আজ  ২৯ এপ্রিল, সোমবার। চন্দ্র আজ বৃহস্পতির রাশি ধনুতে বিচরণ করবে। আজ সিদ্ধ যোগ, রবি যোগ ও পূর্বাষাঢ় নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বৃদ্ধি পাবে। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।

মেষ: কাজে সাফল্য লাভ করবেন, ভালো মুনাফা অর্জন সম্ভব। লগ্নির দ্বারা ভালো মুনাফা সম্ভব। ব্যবসায়ে অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটাবেন, একে অপরের সঙ্গে মিলে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করবেন। স্বপ্ন পূরণের সুযোগ পাবেন। লক্ষ্য লাভের জন্য প্রস্তুত থাকুন।

বৃষ : ধৈর্য ও সংযম বজায় রাখা জরুরি। ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখুন। কাজকর্মে অধিক পরিশ্রম করতে হবে, তখনই ফল পাবেন। কাজের পাশাপাশি নিজের স্বাস্থ্যের যত্ন নিন।  পরিশ্রমের দ্বারা অধিক অর্থ উপার্জনের সুযোগ পাবেন। প্রিয় মানুষ ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

মিথুন: সাবধানে কাজ করুন। টাকা-পয়সার বিষয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে কছাবার্তা চালিয়ে যান। নিজের ওপর বিশ্বাস রাখুন। স্বপ্ন ও লক্ষ্য লাভের জন্য কঠিন পরিশ্রম করুন।

কর্কট: আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে। তাই নিজের ভাষা নিয়ন্ত্রণে রাখুন। চাকরিজীবী জাতকদের অফিস রাজনীতি থেকে দূরে থাকতে হবে। আপনজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। বিনোদনে অর্থ ব্য়য় করবেন। স্বাস্থ্যের যত্ন নিন। মানসিক শান্তি লাভ করবেন। কাজকর্মে লাগাতার চেষ্টা করে যেতে হবে।

সিংহ :পরিবার ও বন্ধুদের সমর্থন অর্জন করুন, নিজের সমস্যা তাঁদের সঙ্গে ভাগ করে নিন। ব্যবসায়ে সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে এই রাশির জাতকদের। ব্যবসায়ে লগ্নি করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন।

কন্যা: চাকরিজীবী জাতকরা কাজে ব্যস্ত থাকবেন। আপনার কাজ প্রশংসিত হবে। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরা সুসংবাদ পাবেন। বৃদ্ধি প্রাপ্ত ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না-হলে পরে সমস্যা হতে পারে। অতি উৎসাহী হয়ে কোনও কাজ করবেন না, আপনাকে সকলে ভুল ভাবতে পারে। সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করুন।

তুলা :  স্বাস্থ্যের যত্ন নিন। আত্মীয়ের কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। চাকরিজীবী জাতকরা কাজে ব্যস্ত থাকবেন। আপনার কাজের প্রশংসা হবে। ব্যয় নিয়ন্ত্রণ করুন।

বৃশ্চিক : অনাবশ্যক অবসাদ, দুশ্চিন্তা এড়িয়ে চলুন। খাওয়া-দাওয়ার যত্ন নিন। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। একাগ্রতা ও পরিশ্রমের সঙ্গে কাজ করলে সাফল্য লাভ সম্ভব। সকলে আপনার প্রশংসা করবেন ও জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। সরকারি চাকরির সন্ধানে থাকলে সুসংবাদ পেতে পারেন।

ধনু : কারও ওপর অধিক বিশ্বাস করবেন না। বিবাদ এড়িয়ে যান। রাগের কারণে কাজ ভেস্তে যেতে পারে। অর্থাভাব অনুভূত হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ করুন। শখ পূরণে কিছু সময় কাটাবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনা থেকে ছুটি নিতে হতে পারে। কাজে সাফল্য লাভ করবেন।

মকর :  ব্যবসায়ে অর্থ উপার্জনের নতুন পথ প্রশস্ত হবে। কাজে সফল হবেন। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক ডেটে যাবেন। পরিকল্পনা তৈরির জন্য আজকের দিনটি খুবই ভালো। স্বাস্থ্য ভালো থাকবে। নিয়মিত ব্যায়াম করা উচিত। আপনার সিদ্ধান্তের দ্বারা সকলের লাভ হবে।

কুম্ভ : পারিবারিক কারণে চিন্তিত থাকবেন না। সমস্যার সমাধান খোঁজার সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলুন। নিজের ইচ্ছানুযায়ী ব্যয় করবেন। নিজের আয়ের দ্বারা সন্তুষ্ট থাকবেন। বাজেট তৈরি করে ব্যয় করুন, না-হলে আর্থিক সমস্যায় ঘিরতে পারেন। আর্থিক সমস্যার সম্মুখীন হবেন।

মীন: স্বাস্থ্যের যত্ন নিন। স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে পারেন। আত্মীয়ের কাছ থেকে বিশেষ উপহার পাবেন। দাম্পত্য জীবনে প্রেম থাকবে। চাকরিজীবী জাতকরা নিজের কাজে ব্যস্ত থাকবেন। কাজের প্রশংসা হবে। সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকলে এ সময়চে সুসংবাদ শুনতে পাবেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন।

Related Articles