চন্দ্রের মীনে ভ্রমন, উত্তরাভাদ্রপদ নক্ষত্রের শুভ সংযোগে কেমন থাকবে আজকের রাশিফল?
Moon's journey to Pisces, Uttarabhadrapada Nakshatra's auspicious conjunction, how will today's horoscope be?

The Truth Of Bengal: আজ ১১ মার্চ , সোমবার। চন্দ্র আজ বৃহস্পতির রাশি মীনে বিচরণ করবে। আজ শুভ যোগ, শুক্ল যোগ ও উত্তরাভাদ্রপদ নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বৃদ্ধি পাবে। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।
মেষ: সমাজের ভালোর জন্য কাজ করুন। রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা সম্মানিত হবেন, ভালো সুযোগ পেতে পারেন। বন্ধুর স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন।
বৃষ : পরিবারের কোনও সদস্যের বিবাহে বাধা এলে তা সমাপ্ত হবে। অফিসে জুনিয়রদের কারণে মেজাজ খারাপ হবে, কিন্তু চিন্তিত হবেন না। বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাবেন।
মিথুন: চাকরিজীবী জাতকদের পদোন্নতি ও বেতনবৃদ্ধি হতে পারে। কঠিন কাজে হার মানবেন না। জীবনসঙ্গীর জন্য ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন। আজকের দিনটি আপনাদের জন্য ভালো থাকবে।
কর্কট: কর্মক্ষেত্রে নতুন কিছু শেখার সুযোগ পাবেন, প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা নতুন ডিল ফাইনাল করার সময় চোখকান খোলা রাখুন, তা না-হলে প্রতারণার শিকার হতে পারেন।
সিংহ : অতি উৎসাহিত হয়ে কোনও কাজ করবেন না, তা না-হলে ভুল করে ফেলতে পারেন। ঝগড়ুটে ও ঈর্ষাবান ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন, তা না-হলে তাঁরা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে।
কন্যা: ব্যবসায়ে ভেবেচিন্তে পদক্ষেপ করুন। ভাবনাচিন্তা না-করে কাউকে কোনও কাজ করতে বলবেন না। আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, না-হলে সমস্যায় পড়বেন। সন্তানের তরফে সুসংবাদ শুনতে পাবেন।
তুলা : ভাই-বোনের কাছ থেকে পূর্ণ সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য জীবন আনন্দে কাটবে। অচেনা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। জীবনযাপন প্রণালীতে পরিবর্তন করার ইচ্ছা থাকলে কিছু কাজ বাতিল করে দিন।
বৃশ্চিক : প্রেম জীবনে ভুল বোঝাবুঝি দূর হবে। সন্তানের তরফে হতাশাজনক সংবাদ পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে কোনও মনোমালিন্য চললে তা আলোচনার মাধ্যমে দূর করুন। নতুন গাড়ি কেনার ইচ্ছা পুরো হবে।
ধনু : কর্মক্ষেত্রে নিজের কাজ হাসিল করতে সফল হবেন। ব্যবসায়ীদের জন্য দুর্বল দিন। কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা এবার ফিরে পাবেন।
মকর: অফিসে কারও সঙ্গে মনের কথা ভাগ করে নিলে, পরে লাভান্বিত হবেন। ছাত্রছাত্রীরা বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক হলে সুযোগ পেতে পারেন। উৎসাহের সঙ্গে কাজ সম্পন্ন করবেন।
কুম্ভ : প্রযুক্তিক্ষেত্রের সঙ্গে যুক্ত জাতকরা ভালো কাজ পেতে পারেন। দাম্পত্য কলহ দূর হবে। পরিবারের সদস্যদের জন্য সময় বের করার চেষ্টা করুন, তাঁদের সঙ্গে যাত্রায় যেতে পারেন।
মীন: সম্পত্তি ক্রয়ের চিন্তাভাবনা করে থাকলে বাবার সঙ্গে এ বিষয়ে আলোচনা করুন। দাম্পত্য জীবনের সমস্যা দূর হবে।
FREE ACCESS