ঘরের মেঝেতে পাতা মার্বেলেই ফিরুক সৌভাগ্য, বাস্তুশাস্ত্র কী বলছে
May the leaves on the floor of the house turn to marble, what ecology says

Truth Of Bengal: সাধ্যের মধ্যে একটুকরো আশিয়ানা গড়ার স্বপ্ন সবারই থাকে। জানেন কি বাড়ির কোন দিকে কোন রঙের মার্বেল বা পাথর লাগানো শুভ? কী বলছে বাস্তুশাস্ত্র?
দক্ষিণ দিকের শুভ রঙ লাল। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকে লাল রঙের মার্বেল লাগানো শুভ। অনেকেরই হয়ত লাল রঙ পছন্দ নয়। সেক্ষেত্রে লাল রঙের আঁকিবুঁকি থাকা অন্য মার্বেল লাগালেও একই ফল মিলবে।
জীবনে সুখ, সাচ্ছন্দ্যের পাশাপাশি সবাই চায় খুশিতে থাকতে। বাস্তুশাস্ত্র অনুযায়ী পশ্চিম দিকে সাদা রঙের মার্বেল লাগান। এক্ষেত্রে পশ্চিম দিকে কোনো খুঁত থাকলে তাও কেটে যাবে। পরিবারে সুখ থাকবে। পরিবারের সব সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ভালো হবে।
পরিবারের সদস্যরা অকারণে ভয় পাচ্ছে। কঠোর পরিশ্রম সত্ত্বেও কাজে সফলতা আসছে না? বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর দিকে কালো রঙের মার্বেল লাগানো হলে কাজে সফলতা আসবে। মনের অকারণ ভয় ভীতি কাটবে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তরপশ্চিম দিকে সাদা রঙের মার্বেল লাগালে শুভ বলে মনে করা হয়। অনেকেই নানা সময় মানসিক অবসাদ, দুশ্চিন্তায় ভোগেন। সঠিক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন না, সিদ্ধান্তহীনতায় ভোগেন সেক্ষেত্রে উত্তরপশ্চিম দিকে সাদা রঙের মার্বেল লাগালে সমস্যা অনেকটাই মিলবে।
বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে হলুদ রঙের মার্বেল লাগানো খুবই শুভ বলে মানা হয়। এক্ষেত্রে কোনো অর্থ কষ্ট থাকবে না। সুখ, সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন।