আজকের দিনেলাইফস্টাইল

কেমন কাটবে বুধ? একনজরে দেখে নিন রাশিফল

How will Mercury fare? Check your horoscope at a glance

Truth Of Bengal: আজ ৮ জানুয়ারি, বুধবার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছি আমরা। নতুন সব কিছুকে আপন করে নিয়ে থাকি। প্রতিনিয়ত আমদের সঙ্গে দেখা করে নতুনত্ব, আজও হয়ত কিছু রয়েছে। সেই মুহুর্তের আশায়ও অনেক মানুষ প্রতিদিন বাঁচে। কিন্তু আপনার ভাগ্যে কী আছে আজ? নতুনত্বের ছোঁয়া নাকি সেই পুরানো অফিস থেকে ঘর আর ঘর থেকে অফিস। সারাদিনের সাম্যক ধারনা পেতে দেখুন আজকের রাশিফল।

মেষ:    

আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য চাপ দিন। তবে মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে চেষ্টা করুন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় আরও পরিশ্রম করুন। তবেই আশানুরূপ সাফল্য পেতে পারেন। বিবাদ এড়িয়ে চলুন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। দিনটি মিশ্র সম্ভাবনাময়।

বৃষ:

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আজ কোন আশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। জনসম্পৃক্ততা বাড়তে পারে। ঋণগ্রস্ত হতে পারেন, সতর্ক থাকুন।

মিথুন:

আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা না করাই ভাল। এ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় হতে পারে। ব্যবসায় কোনও উন্নতির যোগ। বাড়ির কাছে কোনও ভ্রমণ হতে পারে। মানসিক কষ্ট থাকবে আজ। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আজকের দিনটি ভাল খারাপ মিশিয়ে যাবে।

কর্কট:

কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের মধ্যে কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে। পেশাগত দিক ভালো যেতে পারে।

সিংহ:

ভ্রমণের সুযোগ পেতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন।

কন্যা:

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কাজকর্মে সাফল্য পাওয়ার সম্ভাবনা কম। আপনজন কারো সঙ্গে মতবিরোধ হতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। আবেগ সংযত রাখুন।

তুলা:

মায়ের শরীর-স্বাস্থ্যের দিকে নজর রাখুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। আজ যাবতীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন।

বৃশ্চিক:

নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। আজ নিজের বুদ্ধিমত্তা দিয়ে লড়তে হবে, আপনাকে আরও দৃঢ় হতে হবে। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

ধনু:

আপনার পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। ব্যবসায় মন্দা পড়তে পারে। বিবাহের ব্যাপারে অশান্তি। শুভ পরিবর্তনের সম্ভাবনা। বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন।

মকর:

নিজের সমস্যাগুলি নিয়ে কাছের মানুষজনের সঙ্গে আলোচনা করুন, সমাধান পাবেন। মানসিক শান্তিও পাবেন। বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। ব্যাঙ্কের কোনও ঋণ মঞ্জুর হতে পারে। গুরুজনের শারীরিক উন্নতির আশা রাখতে পারেন। আজ সব মিলিয়ে দিন ভাল কাটবে।

কুম্ভ:

সময় এসেছে নিজেকে নতুন করে তুলে ধরার, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। প্রিয়জনের থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। আগুন থেকে সাবধানে থাকুন আজ।

মীন:

ভবিষ্যতের জন্য অহেতুক চিন্তার জেরে মেজাজ খারাপ হতে পারে, নিজের আবেগকে নিয়ন্ত্রন করুন। ভ্রমণের যোগ, তবে এর জন্য ক্লান্ত অনুভব করতে পারেন। বিবাদ থেকে দূরে থাকুন। আপনজনের কথায় আঘাত পাওয়ার সম্ভাবনা। সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন।

Related Articles