আজকের দিনেলাইফস্টাইল

আয় না ব্যায়! লক্ষ্মীবারে কী রয়েছে আপনার ভাগ্যে

Earn or spend! What is in your destiny for the lucky day?

Truth Of Bengal: আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার। বছর প্রায় শেষের দিকে, নতুনের অপেক্ষায় আর মাত্র কটা দিন বাকি। বছর শেষে কোন কোন মুহুর্ত রয়েছে আপনার অপেক্ষায়! সুখ নাকি দুঃখের দোরগোড়ায় ফিরতে হবে আপনাকে, চলুন জ্যোতিষশাস্ত্র মতে জেনে নেওয়া যাক আপনার আজকের ভাগ্যে কী রয়েছে। এক নজরে দেখে নিন আজকের রাশিফল।

মেষ: আজ এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। খেলাধুলায় সাফল্য আসবে। প্রেম ও রোমান্সে অগ্রগতি হবে। বিদ্যার্থীরা কোনো পরীক্ষায় সফল হতে পারেন। সৃজনশীল কাজের সাথে জড়িতদের আয় রোজগার বৃদ্ধি পাবে। লেখক সাহিত্যিক ও সম্পাদকদের দিনটি বলবান থাকবে।

বৃষ: আজ আপনার রক্তচাপ বাড়তে পারে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। বাবার থেকে সম্পত্তি লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা। কারও শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে। বন্ধু বিবাদ বাড়তে পারে।

মিথুন: এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা ভাল-মন্দয় দুটোই বিদ্যমান থাকবে। নিকট আত্মীয়ের প্রাকৃতিক বিপর্যয়ে আটকে থাকার খবর আসতে পারে। ব্যবসায়ীদের কাছে দিনটা ভাল-মন্দই মিশিয়ে যেতে পারে। নতুন কাজের সম্ভাবনা বাড়তে পরে। চাকরিতে কাজের চাপের জন্য ক্লান্তি।

কর্কট: আজ আপনাদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। ব্যয় বহুল দিন পার করতে পারেন। প্রবাসীরা কোনো নতুন কাজে যোগদান করতে যাচ্ছেন। আয়কর ও ট্যাক্স সংক্রান্ত বিষয়ে কিছু ঝামেলা দেখা দেবে। কোনো আত্মীয়ের সাথে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীক কারণে দূরে কোথাও যেতে হতে পারে।

সিংহ: আজ অর্থ হাতে আসতে গিয়ে বাধা আসবে। ব্যবসায় বাধার জন্য মাথা গরম হতে পারে। তবে এদের কাছে দিনটা শুভ যেতে পারে। বাবার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। বাইরের কোনও বিবাদ নিয়ে চিন্তা থাকতে পারে। চাকরীপ্রার্থীরা একধাপ এগিয়ে যাবেন।

কন্যা : এই রাশির জাতক জাতিকাদের কাছে আজ দিনটা ভাল যাবে। খারাপ সময়টা কাটতে চলেছে। কাজে দায়িত্ব বাড়বে। সন্তান বা সন্তানসম কারও পড়াশোনা বা কেরিয়ার নিয়ে সুখবর থাকবে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়বে। কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে ভাল হবে।

তুলা : এই রাশির জাতক জাতিকাদের কাছে আজ শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তা বজায় থাকতে পারে। ব্যবসায়ীক ক্ষেত্রে বাধা বিপত্তির কারণে মন ভালো থাকবে না। এর প্রভাব দাম্পত্য জীবনে পড়তে পারে। তবে অপ্রত্য়াশিত কোনও ক্ষেত্র থেকে কোনো অর্থ আশার সম্ভাবনা।

বৃশ্চিক : আপনি আপনার বন্ধুত্বের হাত সরিয়ে নেবেন না অন্যদের থেকে। ধৈর্য ধরুন, পরিস্থিতির বদল হবে। দাম্পত্য জীবনে হঠাৎ অশান্তি আসতে পারে। গুরুজনদের শরীর খারাপ হতে পারে। বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষায় শুভ ফল লাভ হতে পারে। ব্যয় নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে।

ধনু : আজ আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের বেতন বোনাস লাভের যোগ প্রবল। ব্যবসা-বাণিজ্যে ভালো অগ্রগতি আশা করতে পারেন। বন্ধু বা কোনো ভাই বোনের দ্বারা উপকৃত হবেন। মনোবাঞ্ছা পূরণ হতে পারে। স্বর্ণকার ও রৌপ্যকারদের আয় রোজগার বাড়তে পারে। অসৎ সঙ্গে জড়িয়ে যেতে পারেন, সতর্কে থাকুন।

মকর: আজ আপনি সকল প্রকার অংশীদারি কাজে সফল হবেন। ব্যবসা-বাণিজ্যে আশানুরুপ অর্থলাভের যোগ রয়েছে। জীবন সাথীর সাহায্য লাভের যোগ প্রবল। আজ ভাগিনা-ভাগিনির জন্য অর্থ ব্যয় হতে পারে। মামলা মোকদ্দমায় বিজয়ী হতে পারবেন। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল।

কুম্ভ: আজ বেকারদের ভাগ্য উদয়ের সম্ভাবনা প্রবল। ধর্মীয় কোন কাজে অংশ নিতে পারেন। উচ্চ শিক্ষার জন্য ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ রয়েছে। ব্যবসায়ীক কাজে বা চাকরির কোনো প্রয়োজনে বিদেশ যেতে হবে। মানসিক অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন।

মীন : কর্মস্থলে আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। সরকারি চাকরিতে উন্নতির সম্ভাবনা প্রবল। কর্মস্থলে সহকর্মী বা কোনো অধীনস্ত কর্মচারীর কারণে বিপদ থেকে রক্ষা পেতে পারেন। গৃহ সুখের বৃদ্ধি হবে। সব মিলিয়ে আজ আপনার দিনটি ভালো যাবে।

Related Articles