আজকের দিনে

পথে-ঘাটে সাবধান! আজ বিপদের আশঙ্কা রয়েছে এই রাশির জাতকদের   

Daily Horoscope details 11 january 2025

Truth Of Bengal: রাশিফল আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। জানুন আজকের রাশিফল।

মেষ: বাড়তি খরচ চিন্তা বাড়বে। কোথাও আপনার নিন্দা হতে পারে,  উচ্চশিক্ষায় সুযোগ আসতে পারে।

বৃষ: আজ বাড়তি আয় করতে পারেন। প্রেমের বিষয়ে মনোকষ্ট বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে ক্ষতির ও সম্ভাবনা রয়েছে । শরীরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।

মিথুন : আজ ভাগ্য সহায় হবে। ব্যবসায় বাড়তি  লাভ হতে পারে, মানসিক অস্থিরতার যোগ রয়েছে। আজ আইনি কাজে ঝামেলা বাড়তে পারে।

কর্কট: আজ আপনাকে চাপে ফেলতে পারে শত্রুরা। সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি। চক্ষু রোগ বাড়তে পারে। পাশাপাশি শারীরিক ভাবে অসুস্থ হতে পারেন ।

 সিংহ : আজ যথেষ্ট কাজের চাপ বাড়তে পারে সেই সঙ্গে চাকরির কিছু সুযোগ রয়েছে। বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যাও সৃষ্টি হতে পারে।

কন্যা: ব্যবসায়ী শুভ যোগাযোগ আসতে পারে। কাজের ব্যাপারে সারাদিন অস্থিরতা থাকবে। রাজনীতির লোকেদের জন্য ভালো খবরের সম্ভাবনা রয়েছে। অযথা তর্কে জড়িয়ে পড়বেন না।

 তুলা: ‌কোন সুসংবাদ পেতে পারেন , আবার  হঠাৎ করেই বিশ্বস্ত কেউ ঠকাতেও পারে, সতর্ক থাকুন। পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময়। বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে।

বৃশ্চিক : প্রেমে অশান্তি মিটে যেতে পারে। কোনও কারণে ভীষণ মন খারাপ হতে পারে। অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর। জ্বর জ্বালাই কষ্ট ভোগ রয়েছে।

ধনু : প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। জরুরি কাজ  থাকলে সকালেই মিটিয়ে নিন। ছোটো  বিষয় নিয়েও সংসারে অনেক সমস্যা দেখা দিতে পারে।

মকর: ভাগ্যন্নোতির উপায় খুঁজে পেতে পারেন।  ফাটকা এবং লটারিতে আয় হতে পারে। ভ্রাতৃ  বিবাদ বেড়ে যেতে   পারে।

কুম্ভ: নতুন কিছু শুরু করার জন্য ভালো সময় আজ। পথে-ঘাটে সাবধানে চলাফেরা করুন>  বন্ধুর জন্য কোনও সমস্যা সৃষ্টি হতে পারে। অতিরিক্ত রাগের জন্য বিপদে পড়তে  পারেন। সম্পত্তির ব্যাপারে আইনি সিদ্ধান্ত নিতেও হতে পারে আপনাকে।

মীন: শখ মেটাতে বাড়তি খরচ হতে। পারে কোন বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারেন। কাছাকাছি কোথাও ভ্রমণও হতে পারে।

Related Articles