আজকের দিনে

পুজোর রঙে রঙিন জীবন বদলে যাওয়া আবেগের প্রকাশ ঘটে রঙের মাধ্যমে- বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসো

A colorful life in the colors of Puja

The Truth of Bengal,Mou Basu: যথাযথ প্রয়োগে রঙের দ্বারাই আমাদের জীবন অনন্য সাধারণ হয়ে উঠতে পারে। রঙের প্রভাব আমাদের শরীর ও মনকে ভীষণ ভাবে নাড়া দেয়। আমাদের জীবনের প্রতিটি অনুষঙ্গেই রঙের প্রভাব লক্ষ্য করা যায়। রঙ হল ভীষণ শক্তিশালী কমিউনিকেশনের মাধ্যম। আবেগের সুস্পষ্ট বহিঃপ্রকাশ ঘটে রঙের মাধ্যমে। মনের পাশাপাশি শরীরের ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে রঙ। কিছু নির্দিষ্ট রঙ রক্তচাপ বাড়ায়। কিছু রঙ যেমন মেটাবলিজম বাড়াতে সাহায্য করে তেমনই কিছু রঙ চোখের ওপর চাপ বাড়ায়। লাল, কমলা, হলুদকে বলা হয় ওয়ার্ম রঙ। নীল, পার্পল আর সবুজ রঙকে বলা হয় কুল রঙ। চিকিৎসাশাস্ত্রে কালার থেরাপি বা ক্রোমোথেরাপির বিরাট ভূমিকা আছে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, লাল রঙ আমাদের শরীর ও মনকে স্টিমিউলেট করে। রক্ত সঞ্চালন বাড়ায়। হলুদ রঙ আমাদের স্নায়ুকে সক্রিয় করে তোলে। কমলা রঙ ফুসফুসের রোগ সারায়, এনার্জি লেভেল বাড়ায়। ইন্ডিগো রঙ ত্বকের সমস্যা বাড়ায়। আধুনিক নানান গবেষণায় দেখা গেছে, নীল রঙের স্ট্রিট লাইট অপরাধের সংখ্যা কমায়। লাল রঙ ক্রীড়াবিদদের বিশেষ করে অ্যাথলিটদের গতি আর এনার্জি লেভেল বাড়ায়। রঙ শুধু মন আর শরীরের ওপরই প্রভাব ফেলে না পছন্দের খাবার বেছে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমলা রঙ আমাদের খিদে ভাব বাড়িয়ে তোলে। তাই খাবারের প্যাকেটে, ফাস্ট-ফুড রেস্তোরাঁয় এই রঙের বিশেষ ব্যবহার দেখা যায়। আবার নীল রঙে খিদের প্রতি আগ্রহ কমিয়ে দেয়।
রাশি অনুযায়ী পুজোয় কে কোন রঙ ব্যবহার করবেন
· মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। তাই পুজোয় এই ২ রাশির মানুষ কালচে মেরুন বা লাল রঙ ব্যবহার করুন। মনে শান্তি পাবেন, বিপদ-আপদ কম হবে। কোনো অঘটন ঘটবে না।
· বৃষ ও তুলা রাশির অধিপতি শুক্র। তাই এই পুজোয় এই ২ রাশির মানুষ ব্যবহার করুন গোলাপী বা ক্রিম রঙ। পুজোয় ভালো কাটবে।
· মিথুন ও কন্যা রাশির অধিপতি বুধ। তাই এই পুজোয় মিথুন রাশির মানুষ সবুজ ও কমলা রঙ ব্যবহার করলে ভালো ফল পাবে। প্রেমে বাধা কাটবে। কন্যা রাশির মানুষ সবুজ রঙ ব্যবহার করুন। পুজোয় নতুন প্রেম হবে।
· কর্কট রাশির অধিপতি চন্দ্র। সাদা ও কমলা রঙের পোশাক পরলে এই রাশির মানুষদের আনন্দে কাটবে পুজো।
· সিংহ রাশির অধিপতি সূর্য। পুজোয় এই রাশির জাতক-জাতিকারা সাদা ও লাল রঙের পোশাক পরুন। রোগ-জ্বালা, দুঃখকষ্ট থাকবে না।
· ধনু ও মীন রঙের অধিপতি বৃহস্পতি। এই ২ রাশির জাতক-জাতিকারা হলুদ ও ক্রিম রঙ ব্যবহার করলে বিপদ-আপদ হবে না। ঝগড়া অশান্তি হবে না। প্রেম ও দাম্পত্য জীবনে শান্তি থাকবে।
· মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি। পুজোয় আকাশি ও কালো রঙ ব্যবহার করুন। বাড়িতে পুজোর ক’টা দিন সবার সঙ্গে হইহই করে কাটবে। মনে প্রাণে শান্তি আসবে। বাড়িতে কোনো অঘটন ঘটবে না। পুজোর পরের দিনগুলোও ভালো যাবে।

Free Access

Related Articles