মঙ্গলে অতিরিক্ত আয়ের সম্ভাবনা, পড়ুন আজকের রাশিফল
Chances of extra income on Mars, read today's horoscope

Truth Of Bengal: মঙ্গলবারে কেমন যাবে আপনার দিন। অনেকের মতে মঙ্গলবার দিনটি খুব ভাল। কিন্তু কতটা মঙ্গলময় হবে আপনার দিন। পড়ুন আজকের রাশিফল।
মেষ– আজ অফিসে নিজের মতামত অপ্রকাশিত রাখাই ভাল। সঙ্গীর ব্যবহার মনে কষ্ট। উচ্চশিক্ষার জন্য আজ পদক্ষেপ নিতে পারেন। বাড়িতে অতিথি আসতে পারে।
বৃষ- আর্থিক সমস্যার সম্ভাবনা। নিজের ব্যবহারের দিকে নজর দিন। সন্তানদের থেকে সুখবর পেতে পারেন। দূরে ভ্রমণের জন্য দিনটি ভাল। আজ আপনার ভাল কাজ আপনার সুনাম বাড়াবে।
মিথুন- শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে ভাল করে ভেবে নিন। সম্প্রতি কেনাবেচার জন্য দিনটি ভাল। আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে। শারীরিক অসুস্থতা বাড়তে পারে।
কর্কট– স্ত্রীর জন্য ব্যয় বৃদ্ধি পেতে চলেছে। সংসারিক অশান্তির সম্ভাবনা। কর্মস্থানে উন্নতির যোগ। আপনার ক্রোধ আপনার ক্ষতি ডেকে আনছে। পুলিশি ঝামেলায় যাবেন না।
সিংহ– ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল হতে চলেছে। বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে ভাগ্য সহায় হবে। সন্তানদের জন্য চিন্তা বাড়বে। দাম্পত্য জীবন সুখেই কাটবে।
কন্যা– আজ আপনি আপনার কঠোর পরিশ্রমের তেমন ফল পাবেন না। ব্যবসার ক্ষেত্রে বুঝে পদক্ষেপ নিন, আজ অতিরিক্ত বিনিয়োগ না করাই ভাল। সপরিবার ভ্রমণে যেতে পারেন, দিনটি আপনার সহায় হবে।
তুলা– দাম্পত্য সম্পর্কে উন্নতি। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হওয়ার সম্ভাবনা। সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ। সাংসারিক ব্যয় বৃদ্ধি। আপনার ব্যবসা একই গতিতে চলবে।
বৃশ্চিক– উচ্চশিক্ষার জন্য শুভ যোগ রয়েছে। অতিরিক্ত অর্থব্যয় না করে সঞ্চয়ের কথা ভাবুন। আইনি ঝামেলায় ফেঁসে যাওয়ার সম্ভাবনা। বাবা-মায়ের চিকিৎসার উপর নজর দিন।
ধনু– কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের কারণে অসুস্থ অনুভব করতে পারেন। সেবামূলক কাজ করে আনন্দ পাবেন। অতিরিক্ত আয়ের সম্ভাবনা। কাজের আপনাকে বাইরে দূরে কোথাও যেতে হতে পারে।
মকর– সংসারে অশান্তি-বিবাদের ঘটনা ঘটতে পারে আজ। নৃত্যশিল্পীদের উন্নতির সম্ভাবনা। ব্যবসার কাজের চাপে সংসারে সময় না ঝামেলা। নতুন কাউকে পেয়ে প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে।
কুম্ভ– মানসিক যন্ত্রণা বৃদ্ধি। বিবাদ এড়িয়ে চলুন। অতিরিক্ত ক্রোধের জেরে কাছের মানুষ দূরে যাবে। সংসারের ব্যয় বাড়ার যোগ। রক্তচাপ নিয়ে চিন্তা। ব্যবসায়ীদের জন্য সুখবর আসতে চলেছে।
মীন- সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। অন্যের উপকার করতে বিপত্তি হতে পারে। প্রিয় মানুষের থেকে উপহার পেতে পারেন। প্রেমের সম্পর্ক বিবাহের দিকে এগিয়ে যেতে চলেছে। সৃজনশীল মানুষদের জন্য দিনটি শুভ।