বৃহস্পতিবার ব্যবসায় উন্নতি ? নাকি দাম্পত্য জীবনে নতুন সমস্যা? পড়ুন আজকের রাশিফল
Business improvement on Thursday? Or new problems in marriage? Read today's horoscope

Truth Of Bengal Desk: 1।সিংহ:- প্রতিযোগিতামূলক কাজের সাফল্য পাবেন তবে আপন জনের কাছ থেকে পেতে পারেন অনেক বড় কষ্ট। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। প্রিয় মানুষের জন্য আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
২। বৃষ :-মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। তবে আজকের দিনটা খুব পরিশ্রমে হবে। ভ্রমণ এড়িয়ে চলবেন বিপদে পড়তে পারেন। নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি শুভ। পরিবারের বড়দের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
৩।মিথুন:-ত্বকের যত্ন নিন বিভিন্ন ত্বকের সমস্যায় ভুগতে পারেন। সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে বিবাদ বাঁধতে পারে, ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করাই শ্রেয়। দামি কিছু কেনাবেচার জন্য আজকের দিনটি খুবই শুভ। বন্ধুদের পরামর্শ নিলে বিপদে পড়তে পারেন।
৪।কর্কট :-সংসারে ক্ষতি হতে পারে তাই সাংসারিক বিষয়ে মন দিন।সহকর্মীর দ্বারা ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে বিবাদ মারতে পারে। প্রেমে নতুন মোর ঘুরতে পারে।
5।মেষ: রাস্তায় চলার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন পছন্দের ঘটনা হতে পারে। আবেগপ্রবণ হয়ে কাজ করবেন না তাতে ক্ষতির সম্ভাবনা হতে পারে। বাড়তি উপার্জনের পথ খুলতে পারে। তবে কর্মস্থানে বিভাতে জড়াতে পারেন।
৬।কন্যা :- ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ , ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে কর্মস্থানে আগুন লাগার যোগ রয়েছে, সাবধান থাকুন। আইনি জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। তবে অতিরিক্ত খরচের থেকে সাবধান থাকবেন।
৭।তুলা :-সংগীত শিল্পীদের জন্য জীবনের নতুন কোন রাস্তা খুলতে পারে। হঠাৎই দূরে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মস্থলে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো শত্রুর সঙ্গে আবার পুনরায় বন্ধুত্ব হতে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন। তবে বহুদিনের পুরনো ঋণ শোধ হতে পারে।
৮।বৃশ্চিক :-মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। তবে আজকের দিনটা খুব পরিশ্রমে হবে। ভ্রমণ এড়িয়ে চলবেন বিপদে পড়তে পারেন। নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি শুভ। পরিবারের বড়দের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
৯।ধনু :-সন্তানদের সঙ্গে মনের সম্পর্ক গড়ে উঠবে। বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুর কাছ থেকে ক্ষতি হওয়ার থেকে সাবধান থাকবেন।। তবে পরউপকার করতে গেলে নিজের বিপদ ডেকে আনবেন।
১০।মকর :- সম্পত্তি কেনাবেচার জন্য আজ দিন শুভ।দূরে ভ্রমণ না করাই ভালো। চিকিৎসা সংক্রান্ত কারণে সারাদিন ব্যস্ত থাকতে পারেন। সন্তানের ভালো কাজে প্রশংসা পাবেন। ব্যবসায়ী দারুন অর্থ প্রাপ্তির যোগ।
১১।কুম্ভ :-শরীরে ব্যয়ের উপদ্রব বাড়তে পারে। এবং প্রেমের জোট সমাধান হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন। প্রেমে আনন্দের সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে বুঝে শুনে কথা বলবেন শত্রুতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
১২। মীন :- বাড়িতে আচমকা অতি ধীর আগমন ঘটতে পারে। বন্ধুদের সমাগমে বিশেষ আনন্দ লাভ হবে। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। তবে কোমরে ও হাঁটুতে চোট লাগার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের জন্য উৎসাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।