আজ আশ্বিন কৃষ্ণা দ্বিতীয়ায় সর্বার্থ সিদ্ধি যোগ, সব কাজে সাফল্য ৭ রাশির
Ajker Rashifal 20 September 2024

Truth Of Bengal : রাশির প্রভাব সরাসরি পড়ে আপনার জীবনে। তা আপনার ব্যক্তিগত জীবনে হোক কিংবা কর্মক্ষেত্র। রাশির ওপর গ্রহের প্রভাব পড়লে তাতে যেমন আপনি সুনাম অর্জন করতে পারেন, ঠিক তেমনই কখনও আবার সবকিছুই জটিল হয়ে উঠতে পারে । তো জানুন আজকের সকালে কি আছে কপালে , জানুন আজকের রাশিফল।
১) মেষ রাশি : খেলার দুনিয়ায় নাম হতে পারে। এই সময় পেটের গোলমাল ও সর্দি-কাশিতে কষ্ট পেতে পারেন। সন্তানের লেখাপড়ার জন্য খরচ বাড়তে পারে।জাতকের বাবা-মায়ের শরীর মাঝেমধ্যে খারাপ হতে পারে। বয়স্করা মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক কাজে মন দিতে পারেন।
২) বৃষ রাশি : বন্ধুর থেকে সাবধান থাকবেন । সন্তানের আচার-আচরণের দিকে এই সময় বাড়তি নজর রাখুন। সঙ্গীত ও নৃত্যশিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। । স্বাস্হ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন।
৩ ) কর্কট রাশি : কর্মস্থলে সাফল্য আসতে পারে। বয়স্ক জাতক-জাতিকাদের মরশুমি রোগ, ঠান্ডা লাগা থেকে সতর্ক থাকতে হবে । আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন।
৪ ) সিংহ রাশি : প্রিয়জনের থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা । কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন। আপনার জীবন সাথীর ও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না। আপনি আর্থিকভাবে লাভবান করতে পারে।
৫) কন্যা রাশি : পরুয়াদের জন্য দিনটি ভাল । প্রেমে জটিলতা আসতে পারে। আর্থিক ও পারিবারিক জীবন ভাল কাটবে। ঋণ গ্রহণ এড়িয়ে চলতে হবে। কর্মজীবনে সতর্কতার সঙ্গে এগিয়ে যান। নতুন বিনিয়োগের পথ খুলবে।
৬ ) তুলা রাশি : কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। ব্যক্তিগত বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পরিশ্রম করুন, ভাল ফল পাবেন। খরচ বাড়তে পারে। সরকারি খাতে লাভের প্রবল সম্ভাবনা। অনেকদিনের আটকে থাকা কাজ আজ শেষ হবে।
৭ ) বৃশ্চিক রাশি : দাম্পত্য জীবনে সমসস্যার সৃষ্টি হবে। কর্মজীবনের পুরনো সমস্যা কিছুটা কমতে পারে। ভাগ্য আপনাকে সমর্থন করবে। পরিবারের সাথে ভালো সময় কাটাবেন। সামাজিক জীবনে সুনাম বাড়বে। দূর যাত্রার সম্ভাবনা। জমি তৈরির মামলা হবে।
৮) ধনু রাশি : সন্তানের সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। পরিবার বা প্রিয়জনের সঙ্গে কোনও কিছু নিয়ে বিবাদে না জড়ানোর চেষ্টা করুন। জমি ও সম্পত্তি সংক্রান্ত সুবিধাও পেতে পারেন। কর্মক্ষেত্রে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
৯ ) মকর রাশি : নতুন করমসঙ্ঘস্থান হতে পারে। অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সাফল্যের শতাংশ বেশি হবে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে ।
১০ ) কুম্ভ রাশি : খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভাই-বোনের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন।রাজনীতিতে আপনার সাহস ও বীরত্ব দেখে আপনার বিরোধীরাও হতবাক হয়ে যাবে।
১১ ) মীন রাশি : সম্মানহানি হাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনটি আপনার জন্য সংগ্রামের দিন হবে। চাকরিতে আপনার কাজের ধরন প্রশংসিত হবে। শত্রু পক্ষ থেকে কেউ যাতে বিভ্রান্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকুন।
১২ ) মিথুন রাশি: আজ চাপের কারণে ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে। আবেগতাড়িত ঝুঁকি আপনার পক্ষে যাবে ।কঠোর পরিশ্রমের পরে পরিস্থিতি অনুকূল হবে। তাদের ইতিবাচক দিকনির্দেশনা দিন