সাময়িক বৃষ্টিপাতের পরেও মিলবে না গরম থেকে রেহাই, কেমন থাকবে আজকের আবহাওয়া ?
After the temporary rain, there will be no escape from the heat, how will the weather be today?

The Truth Of Bengal Desk: বেশ কয়েকদিন বৃষ্টির পর আবার গরমের দাপট পড়বে বাংলা জুড়ে। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার কোন আশা নেই। উল্টে উত্তরবঙ্গে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। উপকূলবর্তী এলাকাগুলিতেও থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে ঝড়ো হাওয়া বা সামুদ্রিক বিপর্যয়ের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা একদম নেই বললেই চলে। বৃহস্পতিবার কলকাতায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে গোটাদিন। আজ দিনভর কলকাতার গড় তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে দুই ডিগ্রী বেশি। সাময়িক বৃষ্টিপাতের জন্য স্বস্তির আবহ ফিরলেও চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ গিয়ে পৌঁছাতে পারে চল্লিশের কাছাকাছি।
আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছে বৃহস্পতিবার উপকূলবর্তী কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে সেই জন্য তাপমাত্রার বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে না। উল্টোদিকে তাপমাত্রা বাড়তে পারে জেলাগুলিতেও সেই জেলার তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান বাঁকুড়া, বীরভূম। অপরদিকে দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকা সহ একাধিক জায়গায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে শনিবারের মধ্যেই তাপমাত্রা গিয়ে পৌঁছাতে পারে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তবে বৃষ্টিপাত হলে কিছুটা স্বস্তি মিলবে গরম থেকে।