
Truth Of Bengal: মৌ বসু: বাহ্যিক সৌন্দর্যের চাবিকাঠি লুকিয়ে আছে মুখেই। সেই মুখেই যদি দেখা যায় একরাশ কালো দাগছোপ বিশেষ করে ঠোঁটের চারপাশে। তখন অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। সব সময় পার্লার বা সালোঁতে গিয়ে বিউটি ট্রিটমেন্ট করানো সম্ভব হয় না। তাই বাড়িতেই বানিয়ে নিন দারুন উপকরণ। কীভাবে ঠোঁটের চারপাশ থেকে ঘরোয়া উপাদানের সাহায্যে দাগছোপ দূর করবেন?
সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবে হোক কিংবা পরিবেশের অত্যাধিক দূষণ ও হরমোনের নিঃসরণে বদলের কারণেও দাগছোপ হয়। ঘরোয়া উপায় বাড়িতেই তৈরি করতে পারেন হোমমেড ফেস প্যাক। এই ঘরোয়া ফেসপ্যাকে দূর হবে মরা কোষ। দাগছোপ দূর হয়ে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসবে।
কতটা উপকারী এই ফেসপ্যাক
১) দারুণ প্রাকৃতিক স্ক্রাব হল চালের গুঁড়ো। এতে ত্বকে জমা হওয়া মরা কোষ দূর হয়। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসে।
২) টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবে যে রোদে পোড়া ত্বকে লালচে ভাব দেখা যায় তা দূর করে। ত্বককে প্রাণবন্ত ও ময়েশ্চারাইজ করে।
৩) মধুতে রয়েছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল গুণ যাতে ত্বক উজ্জ্বল ও মসৃণ আর নরম হয়।
কীভাবে তৈরি করবেন এই ফেসপ্যাক
এক চামচ চালের গুঁড়ো, এক চামচ টক দই ও এক চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
কীভাবে লাগাবেন ফেসপ্যাক
মুখ পরিষ্কার করে নিন ভালো করে। ভিজে মুখে লাগান ফেসপ্যাক। বিশেষ করে ঠোঁটের চারপাশে ভালো করে লাগান। ১৫-২০ মিনিট রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন মুখ। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন। যেদিন লাগাবেন সেদিন রোদে বেরোবেন না। ত্বক আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে জল খান। এই প্রাকৃতিক ফেসপ্যাক ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়। দাগছোপ দূর করে। কয়েক সপ্তাহ ব্যবহার করলেই বদল চোখে পড়বে।