ছুটির দিনেও মুখ ঝামটা নাকি ভাল কিছু অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল
Are you feeling down on your face during the holidays or are you waiting for something good? Know today's horoscope

The Truth Of Bengal : আজ ৮-ই ডিসেম্বর রবিবার। সপ্তাহের শেষ দিনে আপনার জীবনে হতে পারে অকল্পনীয় পরিবর্তন। রয়েছে সুনাম পাওয়ার সম্ভাবনা, আবার উল্টোটাও হতে পারে। নিত্য দিনের বিষয়ে আমরা অনেক চিন্তিত থাকি। সারা দিনের সাম্যক ধারনা দিয়ে সেই চিন্তা কিছুটা কমাতে পারে জ্যোতিশাস্ত্র। আজ গোটা দিনের বিষয়ে জানতে দেখুন আজকের রাশিফল।
১। মেষ রাশি
চিকিৎসার খরচ নিয়ে চিন্তা বাড়বে। কর্মস্থানের সম্মানহানি হতে পারে। ব্যবসার দিকে শুভ। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। সাংসারিক ব্যয় বাড়বে। বাড়তি খরচের জন্য মানসিক চাপ তৈরি হবে।
২। বৃষ রাশি
যানবাহনে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সাবধানে থাকুন। মুখমন্ডলের কোন অংশের যন্ত্রণায় কষ্ট পাবেন। চাকরির জন্য কোন বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারেন। ব্যবসায় বিবাদ হওয়া থেকে বিরত থাকুন। যতটা আয় করতে চান ততটা আয় হবে না।
৩। মিথুন রাশি
মাত্রা ছাড়ার রাগের কারণে শরীরের কষ্ট বাড়বে। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসবে। ব্যবসার ক্ষেত্রে অশান্তি বাড়বে। বেকারদের জন্য নতুন কাজের যোগাযোগ আসবে।
৪। কর্কট রাশি
শারীরিক কোন কষ্ট অবহেলা না করাই ভালো। শরীরে রোগের কারণে মানসিক চাপ বাড়বে। অর্শের যন্ত্রণা বাড়বে। লেখাপড়ার ক্ষেত্রে আগ্রহ থাকবে। কর্মস্থানে সুনাম অর্জন হবে। ভালো বুদ্ধির জন্য আয় বাড়বে। ব্যবসার জন্য চিন্তা বাড়বে।
৫। সিংহ রাশি
যেকোনো উঁচু জায়গা এড়িয়ে চলুন, পড়ে যেতে পারেন। নিজের বুদ্ধির দোষে কাজ নষ্ট হবে। ব্যবসার ক্ষেত্রে চাপ বাড়বে। কর্মস্থানে কাজের চাপের কারণে শারীরিক কষ্ট হবে। তবে আয় বাড়বে।
৬। কন্যা রাশি
নতুন কাজের ক্ষেত্রে খুব ভালো যোগাযোগ হবে। কোন সহকর্মীকে বিশ্বাস করে কোন কাজের দায়িত্ব দেবেন না। ব্যবসার সমস্যায় জর্জরিত হবেন। বিভিন্ন দিক থেকে অর্থ আসার সুযোগ রয়েছে।
৭। তুলা রাশি
অর্শ জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। যানবাহনের সাবধানে চলাফেরা করুন আঘাত লাগতে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়বে। চাকরির জায়গায় কাজের চাপের কারণে শারীরিক কষ্ট বাড়বে। ব্যবসার কাজের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে।
৮। বৃশ্চিক রাশি
লিভারের কোন সমস্যার কারণে ভোগান্তি হবে। অলসতার কারণে কাজ হাতছাড়া হবে। ব্যবসার ক্ষেত্রে লাভ হবে। ব্যয় হতে পারে। তবে অর্থভাগ্য মোটামুটি ভাল।
৯ । ধনু রাশি
চাকরির জায়গায় কাজের চাপ বাড়বে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে পারেন। আর্থিক ক্ষেত্রে চাপ বাড়বে। সাংসারিক অশান্তি থেকে বিরত থাকুন।
১০। মকর রাশি
একটু সাবধানে চলাফেরা করুন বিপদ হতে পারে। রক্তচাপ বারবার ওঠা নামা করবে। কর্মক্ষেত্রের সম্মান পাবেন। ব্যবসার ক্ষেত্রে খুব একটা শুভ নয়। আয় বাড়বে।
১১। কুম্ভ রাশি
উচ্চশিক্ষায় বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ দিন। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও দিনটি ভালো। কর্মের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে আপনার ক্ষতি হতে পারে। অর্থ ভাগ্য মধ্যম প্রকার। প্রেসার দিক থেকে চিন্তা বাড়বে।
১২। মীন রাশি
পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। মাত্রাতিরিক্ত রাগ ত্যাগ করুন। সংসারে শ্রী বৃদ্ধি পাবে। সামাজিক কাজের জন্য সুনাম অর্জন করবেন। কর্মস্থানের সহকর্মীরা আপনার প্রতি বিনয়ী থাকবে। অর্থ সাহায্য পাবেন।