লাইফস্টাইল

ডার্ক সার্কেল থেকে মুখের কালো দাগ-ছোপ? সিনেমার নায়িকাদের মত ত্বক পাবেন আলুর রসে

Add Potato To Your Skincare Routine In These 5 Ways For A Natural Glow Up

The Truth of Bengal: মাছের ঝোল বা মাংসের ঝোল, যায় খান তাতে আলু তো থাকবেই। আবার আলু সেদ্ধ, আলুর চচ্চড়ি এই সব তো আছেই। বাঙালিদের এই একটা বাজে অভ্যেস সব খাবারের মধ্যে আলু দিয়ে দেওয়া। এই আলু আবার যাদের ডায়াবেটিস আছে তাদের কম খেতে বলে চিকিৎসকেরা। অনেকের ধারণা আলু খেলে নাকি ভবিষ্যতে গোল আলুর মতই চেহেরা হবে। কিন্তু আপনি কি জানেন কাঁচা আলুর রস আপনার ত্বকের ক্ষেত্রে কতটা উপযোগী। জেনে নিন নিচের প্রতিবেদনে।

১। আপনার চোখের তলায় কি কালো ভাব, কালচে দাগ রয়েছে, আবার হালকা ফোলাও চোখ? তাহলে আলু আপনি মুখে মাস্ক হিসাবে ব্যবহার করতেই পারেন। আলুর মধ্যে আছে ভিটামিন সি, ও পটাশিয়াম। যা চোখের তলার কালি দূর করতে সাহায্য করে।

২। আলুর রশের সঙ্গে টক দই মিশিয়ে মুখে মাখুন। দেখবেন কালো ছোপ দূর হয়ে গেছে আলুর রসে। তারপর ইসদ উষ্ণ গরম জলে মুখটা পরিষ্কার করে ধুয়ে ফেলুন। আলুর রস পিগমেন্টের দাগ দূর করতেও সাহায্য করে। মুখের মধ্যে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখার পর সেটা ধুয়ে ফেলুন। তারপর দেখবেন রুপের জেল্লা।

৩। ত্বকের তারুণ্য ও আদ্রতা ধরে রাখতে সাহায্য করে আলু। আলু এবং মধু দিয়ে প্যাক বানিয়ে মুখে মাখুন। তার পর কিছুক্ষণ রেখে তা ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক একেবারে চকচক করছে আপনার তার সঙ্গে ত্বকের টানটান ফিল ও এনে দেবে আপনাকে।

Related Articles