অভাবের কারণে মানিকতলার ফুট ব্রিজে আত্মঘাতী যুবক! তদন্তে পুলিশ
Youth commits suicide at Maniktala food bridge due to lack of food! Police investigating

Truth Of Bengal: মানিকতলা এলাকায় হাডকো ফুট ওভারব্রিজে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকাল বেলা যুবকের ঝুলন্ত দেহে স্থানীয়রা খবর দেয় পুলিশকে। পুলিশ ডিউটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে উল্টোডাঙ্গা মেইন রোডে ওপর থাকা ওভার ব্রিজে যুবকের ঝুলন্ত দেখতে পাওয়া যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যস্ত এলাকায় উত্তেজনার ছড়ায়। তবে ঘটনার কারণ কি খতিয়ে দেখা হচ্ছে। খুন নাকি আত্মহত্যা তদন্ত করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম সঞ্জয় মিত্র, বয়স ৩৫, বাড়ি উল্টোডাঙায়। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ময়না তদন্তি রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দীর্ঘদিন ধরে কোন কাজকর্ম না থাকার কারণেই অবসাদের কারণে এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
পরিবার সূত্রে জানা যায় অভাবের কারণে সাত বছর আগে তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ি ছাড়েন। মৃতের ভাই জানিয়েছে পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে কোন সম্পর্ক নেই। দাদা সঞ্জয় মিত্রের এই মর্মান্তিক ঘটনায় পরিবারের শোখের ছায়া নেমে এসেছে।