কাজের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, ধৃত ১
Young woman raped under the pretext of work, 1 arrested

Truth Of Bengal: কাজের প্রলোভন দেখিয়ে দিল্লির এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। এমনই অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। ধৃত ওই ব্যক্তির নাম কীর্তি মেহতা। বয়স ৫৯।
জানা যায়, দিল্লির এক যুবতীকে ফোনের মাধ্যমে চাকরি দেওয়া হবে বলে জানায় ওই ব্যক্তি। এরপর তাকে সেই কাজের জন্য কলকাতায় আসতে বলে। এরপর ওই মহিলাকে একটি হোটেলে দেখা করতে আসতে বলে ওই ব্যক্তিটি। সেই কথা মত শুক্রবার কলকাতার শরৎ বোস রোডের একটি হোটেলে দেখা করতে আসেন দিল্লির ২১ বছর বয়সি ওই তরুণী। এরপর সেখানে যেতেই ওই মহিলাকে ধর্ষণ করে ওই ব্যক্তি।
অভিযোগ ওঠে, প্রথমে ধৃত ওই ব্যক্তি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়ে ওই তরুণীর সঙ্গে আলাপ জমান। এরপর তাকে একটি হোটেলে দেখা করতে বলে। সেখানে ৫০৩ নম্বর ঘরে যেতে বলে। এরপরই ওই মহিলাকে একা পেয়ে নির্যাতন চালান ওই প্রৌঢ়। পাশাপাশি হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে এমনটাই অভিযোগ জানায় ওই মহিলাটি।