অ্যাপ বাইক বুক করে শহরে হেনস্তার শিকার তরুণী, তদন্তে পুলিশ
Young woman harassed in city after booking bike on app, police investigating

Truth Of Bengal: অ্যাপ বাইক নিয়ে শহর কলকাতায় ফের বিপত্তি। মহিলা যাত্রীকে হেনস্থা, শ্লীলতাহানির অভিযোগ চালকের বিরুদ্ধে। ওই তরুণী প্রতিবাদ করায় তাঁর সোনার হার ছিনতাইও করা হয় বলে অভিযোগ। সম্প্রতি রেড রোড ও খিদিরপুর রোডের সংযোগস্থলের কাছে ঘটেছে এই ঘটনাটি। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই তরুণী একবালপুরের বাসিন্দা। তিনি মধ্য কলকাতায় যাওয়ার জন্য বাড়ির কাছ থেকেই একটি অ্যাপ বাইক বুক করেন। তাঁর অভিযোগ, বাইকে ওঠার পর থেকেই চালক তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। তাঁকে লক্ষ্য করে কুমন্তব্য করতে শুরু করতে থাকেন তিনি। ওই মহিলা যাত্রী চলন্ত বাইকে বসেই প্রতিবাদ করেন। অভিযোগ, রেড রোড ও খিদিরপুর রোডের সংযোগস্থলে পৌঁছে বাইক চালক তাঁকে নেমে যেতে বলে। তিনি হতবাক হয়ে যান। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়। তারই জেরে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ওই তরুণী বাইক চালকের দিকে এগিয়ে গেলে তিনি তরুণীকে ধাক্কা দেয় বলে অভিযোগ। চালক তাঁর গলা থেকে সোনার হার ছিনতাই করে বাইক নিয়ে পালিয়ে যায় বলেও অভিযোগ করেছেন তিনি। এরপর তিনি ১০০ ডায়ালে ফোন করেন।
লালবাজারের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। তরুণী হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু করে অ্যাপ বাইকের নম্বরটিতে ফোন করা হয়। যদিও দেখা যায়, সেটি বাইক চালকের নম্বর আদৌ নয়, সেটি অ্যাপ বাইক সংস্থার ভারচুয়াল নম্বর। এর পরই হেস্টিংস থানার পক্ষ থেকে ওই অ্যাপ বাইক সংস্থাকে মেল পাঠানো হয়। ওই বাইক চালকের পরিচয় ও আসল মোবাইল নম্বর জানতে চাওয়া হয়েছে। তারই ভিত্তিতে অভিযুক্ত অ্যাপ বাইক চালকের সন্ধান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।