মহেশতলায় ৫ তলার ছাদ থেকে ঝাঁপ যুবকের, ঘনীভূত হচ্ছে রহস্য
Young man jumped from 5th floor roof in Maheshtla

The Truth of Bengal: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাটা মোড়ে একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতীর চেষ্টা এক যুবকের। ইডেন অ্যাপার্টমেন্টের পাঁচ তলা থেকে ঝাঁপ দেওয়ার ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ওই আবাসনের বাসিন্দা নন। বাইরের কোথাও থেকে ওই অ্যাপার্টমেন্টে এসে ঝাঁপ দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। কেন সে ওই অ্যাপার্টমেন্ট থেকে আত্মহত্যার চেষ্টা করে তা এখনো জানা যায়নি।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। এসডিপিও কামরুদ্দিন মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ ঘটনাস্থলে আসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই আবাসনের ছাদ থেকে দুটি দামি মোবাইল ফোন একটি লেদারের ব্যাগ এবং একজোড়া জুতো উদ্ধার হয়েছে।
ওই ব্যাগে পাওয়া কার্ড অনুযায়ী যুবকটির বাড়ি মানিকতলায় এবং তার নাম শেখ আশিক ইকবাল। বয়স আনুমানিক ২৮ থেকে ৩২ এর মধ্যে। আবাসনের সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিতকরণের চেষ্টা করছে মহেশতলা থানার তদন্তকারী আধিকারিকরা। ওই আবাসনের আবাসিকদের দাবি, চারতলারএকটি ফাঁকা ফ্ল্যাটে বেশ কয়েকজন মিটিং করছিলেন। তবে সেই মিটিংয়ে ওই যুবক উপস্থিত ছিলেন কিনা তা তারা নিশ্চিত করে বলতে পারছেন না। ওই মিটিংয়ে যারা ছিলেন তাদের বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।