
The Truth of Bengal: বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রীদের হাতে তুলে দেওয়া হল মহানায়ক সম্মান। একাধিক বিভাগে সম্মানিত করা হল সেরা অভিনেতা অভিনেত্রীদের। ২০২৪ সালের জন্য মহানায়ক সম্মানে সম্মানিত হলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট গায়ক নচিকেতা চক্রবর্তী। চার দশকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রীদের হাতে তুলে দেওয়া হল মহানায়ক সম্মান। একাধিক বিভাগে সম্মানিত করা হল সেরা অভিনেতা অভিনেত্রীদের। ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিনে মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে।গোটা অনুষ্ঠানে পৌরহিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে অভিনেতা অভিনেত্রীদের হাতে তুলে দেওয়া হয় মহানায়ক সম্মান ।
২০২৪ সালের জন্য মহানায়ক সম্মানে সম্মানিত করা হলো অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট গায়ক নচিকেতা চক্রবর্তী। এছাড়াও চার দশকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিশেষ চলচ্চিত্র সম্মান পেলেন অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিষ মুখোপাধ্যায় এবং রক্মিনী মৈত্র। গত বছর একই দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে মহানায়ক সম্মান পেয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।