কলকাতা

ফের শহর কলকাতায় উদ্ধার এক মহিলার ক্ষতবিক্ষত দেহ, তদন্তে পুলিশ

Woman's mutilated body found in Kolkata again, police investigating

Truth Of Bengal: ফের শহর কলকাতায় উদ্ধার হল এক মহিলার ক্ষতবিক্ষত দেহ। এবার জোকার ডায়মন্ড পার্কে উদ্ধার হল এক মহিলার গলাকাটা দেহ। বৃহস্পতিবার এমনই ঘটনার সাক্ষী থাকল শহর। ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে হরিদেবপুর থানার পুলিশ ও ফরেনসিক টিম। সঙ্গে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে স্নিফার।

বুধবার ওই এলাকার এক বাড়িতে ভাড়ায় আসেন মহিলা। আর বৃহস্পতিবার দুপুরে সেই বাড়তেই উদ্ধার হয় মহিলার দেহ। বর্তমানে পুলিশ ঘিরে রেখেছে বাড়িটি। ঘটনাস্থলে পৌঁছেছেন ডিজি। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা, কে বা কারা মিলে এমন নৃশংস ঘটনা ঘটালো? তা এখনও অস্পষ্ট। এই সমস্ত প্রশ্নের উত্তরের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles