রেললাইন ধরে পারাপারের সময় আচমকাই ট্রেন, স্বামীর সামনেই মৃত্যু স্ত্রীর
Woman dies in front of husband as train hits her while crossing railway tracks

Truth Of Bengal: লেকটাউন দক্ষিণদাঁড়ির কাছে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইন ধরে পারাপার করতে গিয়ে আচমকাই সামনে চলে আসে ট্রেন। প্রাণে বাঁচতে গিয়ে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হল না। রেলব্রিজের ফাঁক থেকে গলে গিয়ে যান এক মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দেন।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা। আচমকা আপ ও ডাউন লাইনে চলে আসে ট্রেন। আতঙ্কিত হয়ে ওই মহিলা কী করবেন তা বুঝতে পারেননি। তাই ভয়ে পেয়ে তাড়াতাড়ি করে প্রাণে বাঁচতে ঝাঁপ দেন পাশের লাইনে। তাতেই রেল ব্রিজের লোহার পিলারে লেগে গিয়ে মহিলার মাথা ফেটে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
উল্লেখ্য, জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই চল রেললাইন ধরে চলাচল। ওভারব্রিজ এড়িয়ে রেললাইন পেরনোর ছবি সকলেরই খুব চেনা। আর এবার সেই রেললাইন পেরতে গিয়েই ঘটল মর্মান্তিক পরিণতি। জানা গিয়েছে, এদিনের দুর্ঘটনার সময় মহিলার সঙ্গে তাঁর স্বামী। আর ট্রেনের নিচে চাপা পড়ে স্বামীর চোখের সামনেই স্ত্রীর মৃত্যু হয়। এখন এই ঘটনা নিয়ে রেলের তরফ থেকে মেলেনি কোন প্রতিক্রিয়া।