বৃষ্টির হাত ধরে বিদায় নিল শীত, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ সহ উত্তরবঙ্গে
Weather Report

The Truth Of Bengal : সকালের দিকে বৃষ্টি আর বেলা বাড়তেই মেঘলা আকাশ। বুধবার তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা অনেকটাই বেড়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও অধিকাংশ জেলায় বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং ঝাড়খণ্ডে তৈরি ঘূর্ণাবর্তের কারণে এই পরিস্থিতি।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। বুধবার কলকাতায় তাপমাত্রা নেমেছিল ২০.৬এ , যা ছিল স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। বুধবার থেকেই আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। পাশাপাশি ভিজেছে উত্তরবঙ্গও। শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যেই বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।
পশ্চিমে ঝঞ্ঝার ফলে বাংলার অনেক জায়গায় শীতের দাপট কমেছে। শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে । বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ের কারণে ফের বাংলার একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার ইঙ্গিত রয়েছে । তবে নতুন করে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা আর নেই।
Free Access