এবার কি ব্লক স্তরে রদবদল? মমতা ও বক্সির বৈঠকে নতুন জল্পনা
Will there be a reshuffle at the block level this time? New speculations in Mamata and Bakshi's meeting

জয় চক্রবর্তী: ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দলীয় রদবদল হয়েছে। এবার ব্লক স্তরে রদবদল? বুধবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। দলের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আগামী নির্বাচনের কিছু পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। তবে ব্লক স্তরের রদবদল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
২০২৬-এর বিধানসভার ভোট সামনেই। সেই ভোটের আগে ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। সাংগঠনিক রদবদলের কাজে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস এর মধ্যে বেশকিছু জেলায় সাংগঠনিক স্তরে পরিবর্তন এনেছে। বীরভূম ও উত্তর কলকাতায় কোর কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা কমিটিগুলোর সঙ্গে রাজ্য কমিটির সমন্বয় বাড়ানোর ওপরও বাড়তি জোর দেওয়া হচ্ছে। এরমাঝে বুধবার নবান্নে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্য সভাপতি সুব্রত বক্সির বৈঠক হয়।
সেই বৈঠকে মনে করা হচ্ছে সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল নিয়ে আলোচনা করা হতে পারে। জল্পনা ছাব্বিশের আগে তৃণমূল কংগ্রেস নতুন ও পুরনোদের সমন্বয় বাড়িয়ে সংগঠনকে চাঙ্গা করতে তত্পর। তাই বাংলায় বিরোধীরা যখন ছন্নছাড়া তখন তৃণমূল কংগ্রেস মেগা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে এগিয়ে আসছে। রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাসক দল ঐক্যবদ্ধ লড়াইয়ের সুর বাঁধতে যে সক্রিয় হচ্ছে তা নবান্নের বৈঠক থেকে আরও একবার স্পষ্ট হল বলে মনে করা হচ্ছে। বরাবরই তৃণমূল কংগ্রেস সংগঠনে জোর দেয়। নেতার থেকে কর্মীদের দক্ষতায় বেশি গুরুত্ব দেয়। এই অবস্থায় সর্বোচ্চ নেতৃত্বের রণকৌশলকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা ঝাঁপিয়ে পড়তেও তৈরি রয়েছে মেগা ভোটের জন্য।