বাংলায় ‘দাঙ্গা’ হতে দেবো না, শান্তিতে ঈদ পালন করুন: মমতা
Will not allow 'riots' in Bengal, celebrate Eid peacefully: Mamata

Truth Of Bengal: বাংলায় সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বাস করেন। এখানে ঈদ, দুর্গাপুজো ও বড়দিন সবাই হাতে হাত ধরে পালন করে। কোনওরকম অশান্তি বাংলায় বরদাস্ত করা হবে না। রেডরোডে ভিড়ে ঠাসা অনুষ্ঠান মঞ্চে সর্বধর্ম সমন্বয়ের কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, বাংলায় কোনওরকম হিংসা –দাঙ্গা হতে দেবো না।
যাঁরা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুষ্ঠান নিয়ে হিংসা ছড়াতে চাইছে তাঁদের থেকে বিরত থাকার ডাকও দেন প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, বাংলায় তিনি থাকতে কোনও দিন দাঙ্গা হতে দেবেন না। তিনি সভামঞ্চে ধর্মীয় পরিচয় নিয়ে বিভাজনকামীদের ষড়যন্ত্রের কথা তুলে ধরে বেঁধেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি সব ধর্মমতকে সমান শ্রদ্ধা করেন,সবাইকেই ভালোবাসেন। যাঁরা তাঁকে ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন,তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,সব ধর্মই তাঁর কাছে শ্রদ্ধার বিষয়।যাঁরা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য মানুষে মানুষে বিভেদ করতে চাইছে তাঁদের চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার আহ্বানও জানান এই পবিত্র অনুষ্ঠানের সভা থেকে। অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্পষ্ট করেন,তিনি জীবিত থাকতে কখনও সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেবেন না।