কলকাতা

কেন শহর কলকাতার রঙ নীল-সাদা, বইমেলার মঞ্চে জানালেন মুখ্যমন্ত্রী

Why the color of the city of Kolkata is blue-white, said the Chief Minister on the stage of the book fair

Truth Of Bengal: যতই ডিজিটাল যুগ হোক,মলাটের বইয়ে যে মনের রসদ আছে তা অন্যকোথাও খুঁজে পাওয়া যায় না,যাবে না। ৪৮তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করে এই বার্তা ছড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি উদ্বোধনী অনুষ্ঠানে পাঠকদের বই কেনার জন্য,বই পড়ার আহ্বানও জানান। শুধু তাই নয়। কেন শহরের রঙ নীল-সাদা, সেই ব্যাখ্যাও দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘শহরের রঙ নীল সাদা করার সময় অনেকেই প্রশ্ন করেছিল, আর্জেন্তিনাকে অনুসরণ করছি কিনা। তবে, রঙ সকলের জন্য। আকাশই উন্নতির শেষ সীমা, তাই এই রঙ বেছে নিয়েছি’।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন, গত বছর  ২৭লক্ষ মানুষ বইমেলায় এসেছিলেন, ৩০কোটি টাকার ব্যবসা হয়েছিল।কলকাতা বইমেলার এবার রেকর্ড ভিড় হবে বলে আশা প্রকাশ করেন প্রশাসনিক প্রধান। এবারের থিম জার্মানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান-সহ বিশিষ্ট সাহিত্যিকরা। সুভাষ চন্দ্র বসুর সঙ্গে জার্মানির গভীর সম্পর্ক ছিল।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘বই আমাদের প্রেরণা, বই আমাদের দিশা,  ভালোবেসে বই পড়ুন,ভালোবেসে লিখুন ,বটবৃক্ষ যেমন মহিরুহ,বইবৃক্ষ মহিরুহ’। মুখ্যমন্ত্রী সাংস্কৃতিক রাজধানীতে শিল্প-সংস্কৃতি চর্চার পরম্পরার কথা তুলে ধরার পাশাপাশি বলেন, ‘এই বইমেলা আমাদের গর্ব। বইমেলা, আমাদের হৃদয়ের উৎসস্থল থেকে উৎসারিত এক সরণি। এই মেলাকে আমরা বলি বইবৃক্ষ। বৃক্ষ যেমন হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকে, নিঃশব্দে, কখনও পাতার শব্দ শুনি। অন্যদিকে বই কথা বলে, বই কিন্তু দেখতে পায়।’

Related Articles