কলকাতা

“টেরোরিস্টের সঙ্গে আমার সম্পর্ক প্রমাণ করতে পারলে সেই মুহূর্তে পদত্যাগ করবো”: মুখ্যমন্ত্রী

Why did the Chief Minister say that if I can be proven to be a terrorist, I will resign at that moment?

Truth Of Bengal: বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিযোগ করা হচ্ছে আমার সঙ্গে নাকি জঙ্গির যোগ আছে। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো।’ বিরোধীরা রাজনৈতিক স্বার্থে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কুৎসা রটানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন আমার সাথে টেরোরিস্ট যোগ আছে, আমি মদত দিই, প্রমাণ করতে পারলে সেই মুহূর্তে পদত্যাগ করবো। মুখ্যমন্ত্রী আরও বলেন, টেরোরিস্টের সঙ্গে যোগাযোগ বলছে, এর থেকে তো মরে যাওয়া ভালো। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে উস্কানি মূলক কাজ করা হচ্ছে। বিজেপি উস্কানি ছড়াচ্ছে বলে বিধানসভায় অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার রাজ্য বিধানসভায় জবাবী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে। সীমান্তের ওপারে যখন আগুন জ্বলছে তখন এপারেও আগুন জ্বালানোর চেষ্টা চলছে। প্ররোচনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে নানামহল থেকে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আছি বলে ‘বাংলা’ বাংলাদেশ হয়ে যায়নি’। তাঁর অভিযোগ, বর্ডারে লাগাতার উস্কানি বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, ‘অভিযোগ করা হচ্ছে আমার সঙ্গে নাকি জঙ্গির যোগ আছে। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো।’ এরা যে রাজনৈতিক স্বার্থে বিরোধীদল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কুৎসা রটানো হচ্ছে।আমাকে জঙ্গি নেতা বলছেন। প্রধানমন্ত্রীকে চিঠি দেবো। আপনারা সীমান্তে উস্কানি দিয়েছেন, বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মনে রাখবেন বাংলা উত্তর-পূর্বাঞ্চলের গেটওয়ে।

Related Articles