মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকালে সামলাবেন দল কারা? নাম জানালেন মমতা
Who will lead the party during the Chief Minister's visit to London? Mamata names the names

Truth Of Bengal: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে যাচ্ছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভাষণ সহ আরও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফরকালে কে সামলাবেন দল? এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল চর্চা? বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক করে তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা থাকছেন। দলের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তবে তাঁর সঙ্গেও প্রয়োজন হলে যোগাযোগ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, বিরোধীরা সব সময়ই চক্রান্ত করছে। নানাভাবে বাংলায় অশান্তি বাধানোর ষড়যন্ত্র করে। আর সেজন্য সেই ভাবে না দিল্লি না বিদেশ যেতে পারেন। সবসময়ই কুৎসা রাজনীতি ও প্ররোচনামূলক রাজনীতি চলছে।
বাংলায় যে সম্প্রীতির ঐক্য বজায় রয়েছে তা ভাঙার চেষ্টা চলে। বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ আসে তার কাছে। যারা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসেন তারা আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন সব জায়গায় যাওয়া সম্ভব হয় না। রাজ্য ছেড়ে যেতে পারেন না তিনি। তবে দু’বছর পর ফের বিদেশ সফর। সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভাষণের পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। যে কদিন তিনি কলকাতার বাইরে থাকবেন দল দেখবেন সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। যাতে করে কোন অসুবিধা না হয়।