রাজ্য বিজেপির নতুন সভাপতি কে? সুকান্তর মন্তব্যে জল্পনা
Who is the new state BJP president? Speculation in Sukantar's comments

Truth Of Bengal: বঙ্গ বিজেপিতে নতুন সভাপতির কে হবেন তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক অন্দরমহলে। চলতি বছর বালুরঘাট আসন থেকে দ্বিতীয়বারের জন্য জয়ী হয়ে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার। তবে পদ্ম শিবিরের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে। বলা আছে একই ব্যক্তি কখনও দুটি পদে একসঙ্গে থাকেতে পারবেন না। তাই যেহেতু সুকান্ত মজুমদার কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী পদে রয়েছেন সেকারনে রাজ্য সভাপতির পদে নতুন করে ফিরে আসার সম্ভাবনা নেই। তার রাজ্যে সভাপতি থাকার মেয়াদ শেষ হতে চলেছে। আর তার পরেই সেই পদে কে বসবেন সেই নিয়ে রীতিমত ঠাণ্ডা লড়াই চলছে গেরুয়া শিবিরে।
এই গরমাগরম পরিস্থিতির মধ্যে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। বলেছেন “দলের প্রতি প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা আছে। একই দায়বদ্ধতা রয়েছে তাঁরও। যদি কোন দিন বিজেপির কোন সাংসদ না থাকে তবুও এই সুকান্ত থাকবে বিজেপিরই। সাংসদ পদে সুকান্ত থাকুক বা না থাকুক তার নাম সবসময় জড়িয়ে থাকবে এই বিজেপির সঙ্গে”।
আসলে কাকে বা কাদের ইঙ্গিত করতে চেয়েছেন বর্তমান রাজ্য সভাপতি? এই নিয়ে বিজেপির অন্দরে শুরু হয়েছে জল্পনা। এরই মধ্যে রাজ্য সভাপতি পদ পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন অনেক নেতা। বিজেপির অন্দরের খবর, শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পালরা আছেন সেই লড়াইয়ে। পাশাপাশি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও লড়াইয়ে রয়েছেন। শুভেন্দু অধিকারীর পক্ষে সওয়াল করেছেন অর্জুন সিং তথাগত রায়ের মতো নেতারা। আবার দিলীপ ঘোষ শিবিরের নেতারা চান তাকে সভাপতি পদে ফিরিয়ে আনা হোক।এখন দেখার শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যবিজেপির সভাপতির পদে কাকে বেছে নেন।