কারা করতে পারবে আপিল? সঞ্জয় রায়ের সাজা নিয়ে রাজ্য ও সিবিআই টানাপোড়েন
Who can appeal? State and CBI are at loggerheads over Sanjay Roy's sentence

Truth Of Bengal: আরজি কর ধর্ষণ-হত্যা মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের মধ্যে মতবিরোধ আরও গভীর হয়েছে। রাজ্য সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাই কোর্টে আপিল করেছিল, যা চ্যালেঞ্জ জানিয়ে সিবিআইও আদালতের দ্বারস্থ হয়েছে।
“Probe Was Conducted By Central Agency”: CBI Approaches Calcutta HC Challenging State’s Appeal Seeking Death Penalty For RG Kar Convict | @Srinjoy77#RGKar #KolkataDoctorCase #rgkarcase #Kolkata #WestBengalhttps://t.co/RW3nJRZWyM
— Live Law (@LiveLawIndia) January 22, 2025
এই বিষয়ে শুনানি করছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং মো. শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, প্রথমে মামলাটি রাজ্য পুলিশ দ্বারা তদন্ত করা হয়েছিল এবং পরে হাই কোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করে। তাই, ফৌজদারি কার্যবিধির ৩৭৭ এবং ৩৭৮ ধারার আওতায় রাজ্য আপিল করার অধিকার রাখে।
অন্যদিকে, সিবিআইয়ের পক্ষের আইনজীবী যুক্তি দেন যে কেন্দ্রীয় সংস্থার তদন্ত করা মামলায় শুধুমাত্র কেন্দ্র সরকারই আপিল করার অধিকার রাখে। তারা সুপ্রিম কোর্টের লালু প্রসাদ যাদবের ফডার স্ক্যাম মামলার রায়ের উদাহরণ তুলে ধরে বলেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থার মামলায় রাজ্যের আপিল করার অধিকার নেই।
তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পাল্টা যুক্তি দিয়ে বলেন, লালু প্রসাদ যাদবের মামলাটি ছিল খালাসের বিরুদ্ধে আপিল, যেখানে বর্তমান মামলাটি সাজা বৃদ্ধির জন্য। তিনি আরও বলেন, এই মামলাটি সিবিআই শুরু করেনি, বরং রাজ্যের তদন্ত পরে হাই কোর্টের আদেশে সিবিআই পুনঃতদন্ত করেছে।
অ্যাডভোকেট জেনারেল তাদের দাবি শক্তিশালী করতে আরও নথি উপস্থাপনের জন্য সময় চান। আদালত সেই আবেদন মঞ্জুর করে ২৭ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।