কলকাতারাজ্যের খবর

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে? জানাল শিক্ষা সংসদ

When will the Higher Secondary results be released? Education Council informed

Truth Of Bengal: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের দিন। সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে আগামী ৭ই মে দুপুর সাড়ে বারোটায় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। পরীক্ষার্থীরা ওয়েবসাইট ও অ‍্যাপ মাধ্যমে ফলাফল জানতে পারবেন বলে জানানো হয়েছে।

ফলপ্রকাশের পর দিনই অর্থাৎ ৮ তারিখে স্কুল থেকে মার্কসিট ও সার্টিফিকেট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। ১৮-ই মার্চ শেষ হয়েছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়। অথএব এই বছর উচ্চ মাধ্যমিক পরিক্ষার ৫০ দিনের মাথায় প্রকাশ হতে চলেছে ফলাফল। পরীক্ষা দেওয়ার জন্য আবেনদ করেছিল পাঁচ লক্ষ দশ হাজার পড়ুয়া।

আর মাত্র কয়েকটা দিন তারপর শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অপেক্ষা। কথায় বলে জীবনের দীতিয় বড় পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক। এবার সেই পরীক্ষায় কারা কারা কারা কত নম্বর নিয়ে উত্তীর্ণ হয় সে দিকেই নজর। কে বা কারা থাকবে তালিকার প্রথমে, সেই দিকেই তাকিয়ে পরীক্ষার্থী থেকে শুরু করে রাজ্যবাসী।

Related Articles