কলকাতা

নববর্ষে নাজেহাল দক্ষিণবঙ্গ, বাড়বে ভোগান্তি

In the New Year, South Bengal will suffer more

The Truth Of Bengal :  রবিবার পয়লা বৈশাখ। আর তার আগে শনিবার বাঙ্গালী কেনাকাটা করতেই ব্যস্ত থাকবে। এদিকে গত দুদিন ধরে তাপমাত্রা আগের তুলনায় আরো ঊর্ধ্বমুখী হলেও দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি হয়নি।

১৩ এপ্রিল, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। মহানগরের আকাশ থাকবে আংশিক মেঘলা। শহর কলকাতায় আজ চৈত্র সংক্রান্তি ও আগামিকাল পয়লা বৈশাখে বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার থেকেই গরম ও অস্বস্তি আরও বাড়বে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এবার গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ হবে আরো ঊর্ধ্বমুখী। আগামী কয়েক দিনে গোটা রাজ্যেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের হাতে গোনা মাত্র কয়েকটি জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়ার কিছু অংশে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে বলে মনে করা হচ্ছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার এবং আগামী সাতদিন বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

Related Articles