কলকাতা
নিউমার্কেটের ভোল বদলে রাজ্য সরকার কি করছে? জানালেন ফিরহাদ হাকিম
What is the state government doing to replace the New Market's vault? Firhad Hakim explains

Truth Of Bengal: জয় চক্রবর্তী: গত ২১-১১-২৩ তারিখে নিউ মার্কেট পরিকাঠামো উন্নয়নের জন্য ২৬ কোটি ১৮ লক্ষ২হাজার ৪৩ বরাদ্দ করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিযুক্ত করা হয়েছে পরিকাঠামো দেখার জন্য।
ওই বিশ্ববিদ্যালয়কে কনসালটেশন ফিজ হিসেবে ৬৪ লক্ষ ২৮ হাজার ২৭১ টাকা দেওয়া হয়েছে। পরিকল্পনা দিলেই তা রূপায়ণের কাজ শুরু হবে। বাজেট অধিবেশন চলছে। অধিবেশনে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন, নিউমার্কেটের সামনে অনেক হকার বসে। কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। আগামী সময় আরও বেশি করে নিয়ন্ত্রণ করা হবে।