পশ্চিমবঙ্গ ‘মিনি ইন্ডিয়া’, সবাই মিলেমিশে থাকুন, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
West Bengal is 'Mini India', everyone should stay together, says Mamata Banerjee

Truth of Bengal: বাংলায় বিভাজন চলবে না বলে জানান মুখ্যমন্ত্রী। সবাইকে মিলেমিশে থাকার বার্তা দেন তিনি। “বাংলায় থেকে বাংলাকে নিজের ঘর ভাবুন। পশ্চিমবঙ্গ ‘মিনি ইন্ডিয়া’, সবাই মিলেমিশে থাকুন, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের না ভাবলে হবে কী করে?” পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর তিনি এই পুজোর উদ্বোধন করেন।
উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি প্রতিবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোয় উদ্বোধনে আসি। আমি মনে করি আমাকে মা এখানে ডেকে নিয়ে আসে।’ এখান থেকে চন্দননগরের একাধিক পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। “এই এলাকা বহুভাষাভাষীদের। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে থাকেন। এখানে কে কী খাবে, কে কী পড়বে, কে কী বলবে নিয়ে কোনও জাতিগত সমস্যা নেই। মানবিকতা আসলে মানবিকতাই হয়। আপনারা আমাদের ভাই-বোন।”
“আমি ভোটের জন্য এখানে আসিনি। এখানে একটা ওয়ার্ড আমরা জিতেছি। বাকি তিন আসন বিজেপি জিতেছে। লোকসভাতেও আমাদের ভোট এখানে কম। আমি এখানে ভোটের জন্য আসিনি। আমরা এখানে কাকের মতো আসি। কোকিলের মতো আওয়াজ শুধু শুনতে ভাল লাগে। কিন্তু কাকের মতো আসি ও রোজ আমরাই পাশে থাকি।”