কলকাতা

লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবার থেকে শুরু ঠাসা কর্মসূচি

West Bengal Chief Minister Mamata Banerjee arrives in London on Monday

Truth of Bengal: রবিবার ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে তিনি ব্রিটেনে পৌঁছান। ছ’দিনের এই সফরে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। তবে রবিবার কোনও সরকারি কর্মসূচি নেই, তাই তিনি সেন্ট জেমস কোর্ট হোটেলে থাকছেন। এই হোটেলটি বাকিংহাম প‍্যালেসের কাছেই অবস্থিত, যেখানে এর আগেও তিনি থেকেছেন। কাছের একটি পার্কে হাঁটতেও দেখা গিয়েছে তাঁকে।

শনিবার সকালে লন্ডন রওনা হওয়ার কথা থাকলেও হিথরো বিমানবন্দরের বিপর্যয়ের কারণে সফর ১২ ঘণ্টা পিছিয়ে যায়। বিদ্যুৎ বিভ্রাটের জেরে শুক্রবার ১৮ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল। অবশেষে রবিবার মুখ্যমন্ত্রী হিথরো বিমানবন্দরে নামেন।

এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মুখ‍্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব, মুখ‍্যমন্ত্রীর নিরাপত্তা প্রধান পীযূষ পাণ্ডে এবং মুখ‍্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিব গৌতম সান্যাল। কলকাতা থেকে একই উড়ানে এসেছেন শিল্পপতি সত‍্যম রায়চৌধুরী এবং উমেশ চৌধুরী। দুবাই থেকে যোগ দেন শিল্পপতি উজ্জ্বল সিন্‌হা এবং মেহুল মোহানকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

সোমবার থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি। ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন, যেখানে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা হবে। বুধবার সরকারি পর্যায়ে বাণিজ্য-বৈঠক হবে, যেখানে ভারতীয় শিল্পপতিরাও উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সামাজিক উন্নয়ন বিষয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তিনি লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতা ফিরবেন।

সকাল থেকেই লন্ডনের আকাশ মেঘলা, মাঝেমধ্যে বৃষ্টিও হচ্ছে। বর্তমানে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা আবহাওয়ার মধ্যেই মুখ্যমন্ত্রী তাঁর ব্যস্ত সফরসূচি সম্পন্ন করবেন।

Related Articles