
The Truth of Bengal: শুক্রবার থেকে বাংলায় ফের ভোলবদল। কখনো মেঘ আবার কখনো বৃষ্টি। এ যেন এক আজব লীলা খেলায় মেতে উঠেছে আবহাওয়া। গত কয়েকদিন ধরে পারদ নেমে হয়েছিল ১৪ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি কমে গিয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এবার তাপমাত্রার পারদ কমবে আরও। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং ছাড়া আর কোথাও আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় শুষ্ক থাকবে তাপমাত্রার পারদ। ১৭ ফেব্রুয়ারি শনিবার থেকে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে।
একটি ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা এবং মারাঠাওয়াড়াতে আর একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগরে।সকালের দিকে শহর কলকাতার আকাশ কুয়াশাছন্ন থাকবে। আকাশ আংশিক মেঘলা হলেও বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। রাত থেকে তাপমাত্রা সামান্য নিম্নমুখী হতে পারে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ।দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত।
তবে শীতের ফিরে আসার কোনও সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর।আগামী দু’দিন তাপমাত্রার পারদ সামান্য পরিমাণে কমলেও পরবর্তীতে তা বাড়বে। শুধুমাত্র দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টিপাতের সেভাবে কোনও সম্ভাবনা নেই। মূলত আকাশ পরিষ্কার থাকবে। ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টিপাত হতে পারে উত্তর ভারতের সমতলে। ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস।