কলকাতারাজ্যের খবর

বর্ষশেষের আনন্দ কাটবে হালকা ঠাণ্ডা মধ্যে দিয়েই! নতুন বছরে শুরু হতে পারে শীতে স্পেল

Weather Update of West Bengal

The Truth of Bengal: ২০২৩ এ আর জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই বাংলায়। বড়দিনের মতোই বর্ষবরণেও রাজ্যজুড়ে শীতের আমেজ  থাকবে। সকাল সন্ধ্যা ঠাণ্ডা থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। কলকাতায় আজ ও স্বাভাবিকের চার ডিগ্রি উপরে রাতের তাপমাত্রা। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে ফের ১৫ ডিগ্রির নিচে নামবে কলকাতার পারদ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৪ থেকে ৯২ শতাংশ।

দক্ষিণবঙ্গে পুবালী হাওয়ার দাপট বাড়ছে। কমেছে উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। বর্ষশেষে আর জাঁকিয়ে শীতর সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে। বেলা বাড়লে কোথাও থাকবে পরিষ্কার আকাশ কোথাও আবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতকার্যত উধাও। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি উপরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও থাকবে ঘন কুয়াশার দাপট।

অন্যদিকে উত্তরবঙ্গে শনিবার থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাবে। এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় রবিবার থেকে বুধবারের মধ্যে আরও এক দফায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকাগুলিতে। নতুন বছরের শুরুতে বৃষ্টি ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা সিকিমে। বাকি উত্তরবঙ্গে থাকবে শুকনো আবহাওয়া। বেশিরভাগ জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। একই রকম তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিন।

ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা রয়েছে পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে। ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে ওড়িশা ঝাড়খন্ডেও। অন্যদিকে অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরাসহ উত্তর -পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যগুলিতেই কুয়াশার দাপট থাকবে।

Free Access

Related Articles